Thursday, December 5, 2019

কবিতা

আমি তখন রাজা হবো

হে সভ্য সমাজ, 
আমি ও একদিন, বৃদ্ধ অঙ্গুলি উচিয়ে বলব-
তোমরা বড় অসভ্য। 

হে আধুনিক সমাজ, 
আমিও একদিন, তোমাদের ডেকে বলবো -
উঁহু কি অ আধুনিক তুমি! 
 শতাব্দীর বস্তা পঁচা রুচি তোমার। 

হে উচ্চ শিক্ষিত মানব,
আমিও একদিন বলে বসব তোমাকে -
আরে!  তোমার মাথা ভর্তি গোবর, কি জানো তুমি?

ওহে ও দেশ প্রেমিক, 
জেনে নাও, এই দেশ টা বিক্রি করে দিয়ে এসে।
ভারাক্রান্ত কন্ঠে, দু-ফোটা অশ্রু বিসর্জন দিয়ে 
আমি ও ভাষণ দিবো! 
দেশের জন্য, আমার হৃদয় ব্যকুল। 

আমার থলি ভর্তি স্বার্থপরতা
আর জণগণের বিশ্বাস।
 খুব যুদ্ধ বেঁধেছে।।

থলি উচিয়ে আমি, 
মানুষকে  সংবিধানের বাণী শুনাবো। 

আমি তখন রাজা হবো,  
ভীষণ জেদি হবো,  
মুখে মুখে ঠুঁসি এটে দিবো। 

শুধু আমি কথা বলবো।  
সবাই শুনবে, আর হাত তালি দিবে। 

মানুষ গুলো শুধু ছুটবে আর ছুটবে 
এক কোটি, পাগলা ঘোড়া 
এক কোটি, পাগলা কুকুর, আর
এক কোটি,  হিংস্র হায়না । 

লেলিয়ে দিবো;
 রাতের অন্ধকারে উঠিয়ে আনবো।

ভোরে র প্রথম আলোতে,
 তোমাদের রাজ পথ 
রক্তের লাল বর্ণে কেঁপে উঠবে। 
চা'য়ের কাঁপে কিছু সময় প্রবল ঝড় -

সন্ধ্যা আসতেই, 
আমার পাঠিয়ে দেওয়া জানোয়ার গুলো ক্ষিপ্ত হবে  

চা'য়ের চুমুকে আমাকে,প্রশ্ন বিদ্ধ করেছিলে কারা? 
তোমাদের রক্তে ই সে প্রশ্নের উত্তর রচিত হবে। 

সব হৈ চৈ থেমে যাবে,  
শুধু আমার অত্যাচার ক্রমশ বেড়ে যাবে! 

তোমরা শুধু ইশ্বরের কাছে বিচার চাইবে, 
অথচ 
ইশ্বর কখনো  স্বর্গ থেকে এসে, তোমাদের পক্ষে
আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। 

তবুও তোমরা চুপ থাকবে! 

আর আমি বাড়ি বাড়ি তল্লাশি করে, 
ধ্বংস যজ্ঞ সৃষ্টি করবো। 
আমার রাজ্যে আমি,
 ইশ্বরের আরাধনা বন্ধ করবো।

ইশ্বরের সংবিধানে আমার কোন স্বার্থ নেই। 
আমার স্বার্থে আমি সংবিধান লিখে নিবো।।  

"নাসিদ "