Wednesday, March 11, 2020

ভাবনার স্মারক

সম্পর্ক গুলো অন্য রকম
১১/০৩/২০

সম্পর্ক গুলো অন্য রকম হয়,
দেখতে হয় না, কাছে রাখতে হয় না! অথচ,
এই মুহূর্তে সে কি করছে বলে দেওয়া যায়,
সময়ের স্রোত, বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি করে।

সম্পর্ক গুলো অন্য রকম হয়,
সহস্র বছরেও, এতোটুকুও অবিশ্বাসের কচুরিপানা
জমাট বাঁধতে দেয় না।
চোখ বন্ধ করে বলে দেওয়া যায়,
সে কেমন আছে, কতটা ভালো আছে।
চোখ দেখলে, সাগর খুঁজে পাওয়া যায়!
বুকের মাঝে আকুলতা খুঁজে পেতে-
বিরহের গল্প শুনতে হয় না।
তার হাসির আড়ালে বিরহ খুঁজে পাওয়া যায়।
তার পদ চরণের পরিবর্তনের শব্দ,
বুকের ভেতর টা, গুপ্ত- বালুচরে পড়ে যাওয়া
প্রিয়, মানুষের আর্তনাদ জানান দিবে।

সম্পর্ক গুলো অন্য রকম হয়,
কোন চাহিদা থাকে না, তবুও ঋণেঋণে জর্জরিত
করে তোলে, আমার ও আমাদের।
বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাসের, পর্বত গড়ে তোলে।
হারানোর ভয় থাকে না!
কাছে আসলে, সময়ের স্রোতে বাঁধ দিতে ইচ্ছে হয়।

সম্পর্ক গুলো অন্য রকম হয়,
ভালোলাগা ভালোবাসার মাঝে বিভেদ থাকে না,
ঝগড়া থাকে, অভিমান থাকে, বিচ্ছেদ থাকে না।
দুঃখ থাকে, কষ্ট থাকে অথচ বিরহ থাকে না। 
সুখের পায়ে বেড়ি পড়িয়ে, কাটে  দিন।

অথচ কোন অভিযোগ থাকে না। 

সম্পর্ক গুলোর মাঝে অধিকার থাকে, 
অধিকার হরণের ক্ষমতা থাকে না। 
শ্রদ্ধা থাকে, স্নেহ থাকে, ভালোবাসা'র-
 কমতি থাকে না। 

সম্পর্ক গুলো অভিমান করেছে,  
সম্পর্কের সাথে মানুষ আজ সম্পর্ক রাখেনা।। 

বিষাদ ভর করেছে,
একাকীত্বের তীরে, নৌকা ডুবুডুবু করে। 
মানুষ সম্পর্কের অভাবে বিষন্নতায় ভোগে।