Thursday, June 10, 2021

***এক কোটি বছর পর***

তোমার স্বপ্নহীন দু-নয়নে , 
একদিন স্বপ্নরা বাঁধবে বাসা। 
গোলাপ রাঙা অধরে, প্রজাপতি
 আসবে ছুটে। 
একদিন তোমাকে ভালোবেসে ,
কোন এক কবি-
রাত জেগে ডায়েরীর বুকজুড়ে,
তোমাকে সাজিয়ে রাখবে।
জ্যোৎস্নায় স্লান করে ,একদিন তুমি 
ভবঘুরে কোন এক যুবকের, বুক পকেটে 
সুখময় অতীত হবে । 
কোন একজন, সহস্র বছর চেয়ে থাকবে 
  তোমার চিবুক বেয়ে ঝড়ে পরা  ঘামের দিকে !
কোন একজন যুবক তখন ও জানালার কপাট খুলে রাখবে ।
বাতাসে শুভাস নিতে , তোমার এলো চুলের । 
গৌধূলী বেলাতে কোন একজন ,
ব্যথা ভরা বুকে, তোমার কথা ভেবে
গুণগুণিয়ে গান করবে ।
গভীর সে রাতে ,কোন এক যুবক 
স্বপ্নরাজ্যে হানা দিবে -
স্বপ্নকন্যাকে ছিনিয়ে আনতে ।
আজ থেকে এক কোটি বছর পর !
তোমাকে নিয়ে কবিতা লিখবে কোন এক কবি ।
তখন ও তুমি ষোড়শী কন্যা , 
প্রেমময় দেবী ..