Friday, December 31, 2021

অস্পর্শীত ব্যথ্যা

থেকে থেকে বুকের বাম দিকটাতে টনটন করে ওঠে ।
কষ্টের কীট কুরেকুরে খাই ক্ষতবিক্ষত কলিজাকে-
আমার হৃৎপিন্ড থেমে যেতে চাই ক্ষনেক্ষনে ।
বুকের ঠিক বাম দিকটাতে , হাত ঢুকিয়ে খুজতে থাকি ,
                     কিন্তু কি খুজে চলি ?
আমার হাত যেয়ে মুঠো দিয়ে ছিড়ে আনে কলিজা!
না এখানে নেই ! আমার কিডনি , আমার হৃৎপিন্ড
         নিকোটিন ভর্তি আমার ফুসফুসে !
কোথাও কিছু নেই ! তবে এত ব্যথ্যা কিসের ?
ক্ষনে ক্ষনে চাওয়া পাওয়ার হিসাব কষে কে ?
কে চিৎকার করে কেঁদে উঠে ? কে সে ? না পাওয়ার 
ব্যথ্যায় ব্যাথ্যীত হয়ে , বলে ওঠে আমি তো কিছুই পেলাম না।
আমার শরীরের রক্তে আমি প্রভাত স্লান কর-
জিজ্ঞাসু নয়ন চেয়ে থাকি , কোথায় ব্যথ্যা ?
 ঠিক কোন দিকটাতে এত যন্ত্রনা !
মাঝে মাঝে চিৎকার দিতে মনে চাই , মনে চাই
 ধ্বংসের লীলায় মাততে ! আমি তো ধ্বংস করতে পারি না -
না পারি সৃষ্টির উল্লাসে প্রলয় নৃত্য করতে !
উহ কি ভীষম যন্ত্রনা বুকে  , মানুষের এই শহরে
আমি একটি মানুষ খুজে চলি ! নেই কোথাও নেই
একটা মানুষ, মানুষের বড় অভাব এই ভবের শহরে।
আমি একটু ছায়া চাই , একটু আশ্রয় !
আমি আমার ব্যথ্যাকে স্পর্শ করতে চাই , 
দুই হাতে আদর করে , আশির্বাদ করতে চাই 
হে মোর অপ্রপ্তীর জমাট বাধা ব্যথ্যা তুমি দীর্ঘজীবি হও !
মানুষের এই শহর একটু একটু করে অনেক বড় হও।