Wednesday, July 22, 2020

কবির অভিমান

আকাশের বুক ফেরে বৃষ্টি ঝড়ে , পাহাড়ের বুক হতে ঝর্ণা ।
বেদনায় আহত মানুষ গুলো ক্ষতবিক্ষত , কেউ তার খবর রাখে না ।
কলমের কালিতে, ডায়েরীর পাতাতে আহত কবির কান্না কেউ শুনে না ।
কবি ও কবিতা মিলে মিশে একাকার ,তবুও কেন ক্ষত স্মৃতির ছিড়া পাতা ।
তুমি কাঁদো , সে কাঁদে , আমি ওকাঁদি ! যেনো কান্নার মেলা ।
কত শত প্রজাপতি পাখা মেলে , কত প্রজাপতি রঙ ছড়াই ।
এতো হাসি -এতো হাসি ,তবুও কান্নার তীব্র চিৎকার
আহত কবি, নিকোটিনের সাদা ধোঁয়া ছেড়ে বলে-
কবিতা আর লিখবো না !
কবি অভিমান করে বলে , কবি সত্যি করে বলে , কবি বিরহের সাথে বলে -
লিখবো না আর কোন কবিতা , কবি চিৎকার করে বলে "কবিতা তোমায় বিদায়" ।
রাতের আধারে কবি অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদে ,কবিতা বিহনে ।
বৃষ্টির জলে কবি অশ্রু ঝড়ায় অতি গোপনে , কবিতা বিহনে ।
ব্যস্ত শহরে কোটি মানুষের ভিড়ে কবি হাতড়ে ফিরে ।
নির্লজ্জ , বেহায়া কবি শুধু বিরহ স্মৃতির গান গেয়ে চলে ।
তবুও পদ পৃষ্ঠ হওয়া আহত বকুলের ভাঙা পাপড়ী বুকে টেনে -
কবি যখন মালা গাথতে বসে , কি এক কমল শিশু সুলভ দৃষ্টিতে ভরে ওঠে কবির মন ।
যেন সদ্যভূমিষ্ঠ কোন এক শিশু !
তবু ও কবি মাঝে মাঝে চিৎকার করে ওঠে -
"কবিতা তোমায় বিদায় "
নিকোটিনের ধোঁয়ায় জ্বেলে নিজেকে , কবি করে অভিমান ।

No comments:

Post a Comment