Tuesday, April 7, 2020

বিরহ

প্রেমিক পাগল
০৫/০৪/২০

তুমি চলে যাবার পর,
চাঁদটা ম্লান হয়ে গেছে।
ঠিকরে পড়া জ্যোৎস্নায় কোন মায়া নেই।

তুমি চলে যাবার পর
মহল্লায় মহল্লায় বিরহের সুর
ডাহুকেরা কান্নায় হয়েছে বিভোর।

গোলাপ ফোঁটে
তবে আগের সেই রূপ হারিয়েছে।
তুমি চলে যাবার পর
এক গ্যালাক্সি শূন্যতা বুকে বাসা বেধেছে।

বৃষ্টি ঝরে অঝর ধারায়, 
তুমি চলে যাবার পর 
আকাশ টা শুধুই কাঁদে। 

ঘুঘু আর্তনাদ করে, 
হুতোম প্যাঁচার বীভৎসতা বৃদ্ধি পেয়েছে।
কোকিল গান ছেড়ে দিয়েছে। 

তুমি চলে যাবার পর 
নদীর বুকে আর জোয়ার আসেনি, 
চাঁদে চাঁদে এতো গ্রহ 
এক জম্মে কেউ তা দেখেনি। 

কবিতা, কবির অন্তর জুড়ে শূন্যতা 
সাহারা মরুর মত ধূ-ধূ বালুর চর জমেছে
আর কোন কবিতাতে কবি মুগ্ধ হয়নি। 

এতো বর্ষা, এতো বর্ষা তবুও দেখো 
নেই এতটুকু সজীবতা। 

তুমি চলে যাবার পর,
 আর কোন বৃক্ষে 
বসন্ত আসেনি । 
পাতাঝড়া বৃক্ষে এখন 
নিদারুণ তুমি হীনতা। 
এখন কবির কাব্য জুড়ে
চাষাবাদ হয় বিষন্নতা। 

তবুও হাসি পাই 
পাগল না হলে কি-
আর প্রেমিক হওয়া যায়? 
প্রেমিক মাত্রই পাগল হওয়া চায়!

( অরণ্য_নাসিদ)

No comments:

Post a Comment