Tuesday, April 7, 2020

গন্তব্য

আমার গন্তব্য!
সে তো ঈশ্বর নির্ধারিত।
আমি শুধু চলতে জানি।
পড়ন্ত কোন এক বিকালে
যেখানে জ্বলন্ত সূর্য কে গিলে খায় সমুদ্র
পৃথিবীতে নেমে আসে সন্ধ্যা।
তেমনি কোন এক সন্ধ্যাতে
আমি রাজ অতিথি! 
আর তুমি, 
আমার সে শরাবের উৎসবে নিছক এক নর্তকী। 
কি আশ্চর্য তাই না! 
আমার যাযাবর জীবন, 
আমাকে দান করেছে রাজ অতিথির সম্মান। 
আর, তোমার অপার সৌন্দর্য 
তোমাকে করেছে রাজ রক্ষিতা।। 
দুই হাত উচিয়ে আশীর্বাদ প্রিয়ে -
চির যৌবনবতী হও, 
প্রতিটি রাত হোক তোমার অভিশপ্তময়। 
সকলে সুখী হোক, তোমার সুধা গ্রহণে। 
তুমি মেকি হাসির পর্বত গড়ে, 
অশ্রুবিসর্জন দাও, একা চির একাকীত্বে।

No comments:

Post a Comment