Tuesday, February 15, 2022

মেঘনা পাড়ের কন্যা

মেঘনা পাড়ে দেখেছিলাম কন্যা তোমায় , ভরা চাঁদের মাঘী পূর্নিমার প্রথম সে প্রহরে ।
যেখানে এসে "হাড়িদোয়া" শাখা পরম ভালোবাসায় জড়িয়েছে মেঘনাকে ।
আমি চেয়ে দেখছিলাম তোমার সরু কায়া । 
যেন মেঘনার ঢেউ কূলে  আছড়ে পড়ে ।
মন হনন করা চলন তোমার,
"হাড়িদোয়া" এর ন্যায় বেঁকে চলে কোমড় তোমার ।
বড় শখ জেগেছিল মেঘনার পাগল বায়ু হয়ে ছুয়ে দিতে ।
রেশমী চুলে এলোমেলো খেলা করতে ।
নদীর জলে পরা চাঁদের প্রতিবিম্ব কে বড় ই বেরসিক মনে হয়েছিল ।

সে যে র্নিলজ্জ এর ন্যায় তোমার চলার পথে আমার চেয়ে থাকা লোভনীয় দৃষ্টি ,জনসম্মূখে আবরনহীণ করে দিতে অতি ব্যাস্ত ছিল ।
কত সময় ঐ পথ চেয়েছিলাম মনে নাই, হঠাত্‍ এক কম্পিত ঠান্ডা বায়ু আমার অস্তিত্ব জানান দিয়ে গেলো ।

দৃষ্টির অগোচড়ে তুমি তখন মনের মাঝে স্বপ্ন আঁকা অচেনা নারী ।

No comments:

Post a Comment