Wednesday, September 30, 2020

তুই ফিরে যা

অবশেষে তুই আমার আঙিনাতে পা রাখলি ।
কুয়াশার চাদরে লজ্জা কে ঢেকে রেখেছে প্রকৃতি ।
আমার দু ফোটা শুকিয়ে যাওয়া অশ্রু ,যার দাগ এখন ও পূর্ন যৌবণে ভরপুর।
অবশেষে তোর ফেরার সময় হলো ?
 নিকটিনে আসক্ত ফুসফুস এখন চুপসে গেছে ।
ঘুম জাগা রাত এখন ও সাক্ষী আছে , বোতল বন্দী ভালোবাসা এখন আমাকে ঘিরে রেখেছে ।
আমি ফিরে পাবো বলেতো তোকে মুক্ত করে দেয়নি ! 
তোর সুখের খোঁজে তুই হারিয়ে গেছিস । 
তবে কেনো এই ফিরে আসা । 
এখন তো কিছুই দেবার নেই আমার । 
আমি আমাকে বিক্রিয়ে দিয়েছি ,
অমানুষ নামে কোন এক প্রতিচ্ছবির কাছে ।
খুব সল্প মূল্যে , ঐখান থেকে তোকে দেওয়ার কিছুই অবশিষ্ট নেই । অভিশাপ এসে আমাকে আগলে রেখেছে । 
আমি এখন অভিশাপের প্রেমিক । সেই ভালো তুই ফিরে যা !
আর এগিয়ে আসিস না -
আমার তো আর কিছুই অবশিষ্ট নেই ,
যা বিক্রিয়ে নতুন কোন নেশায় আচ্ছন্ন হবো ।
 ভোরের পাখি ডাকে , আলো ছরিয়ে সূর্য জেগে ওঠার আগেই তুই এই কুয়াশার চাদর মেখে দূরে চলে যা । তা না হলে দুঃখরা এসে জমাট বাধবে 
আমার নামে কলঙ্ক দিবে । 
আমি আর সুখী হতে চাই না , কুয়াশা থাকতে থাকতে তুই ফিরে যা

Thursday, September 17, 2020

বসুধা 

বসুধা এইবার হেমন্তে নবান্নের উৎসবে তুমি এসো ,
খোলা আকাশের নিচে , চাষ করা কোন খেতে 
কাঁচা মাটির গন্ধ শরীরে মেখে নিবো দু-জনে ।
তুমি নীল শাড়ীটা পড়ে এসো , আমি সাদা পোষাকে ।
প্রেমিক হৃদয়ে ,কবির নেশাগ্রস্থ আঁখি দ্বয়ে 
দীঘির জলে ,ঢেউ খেলা নদীর স্রোতে  , হেমেন্তের 
কুয়াশাচ্ছন্ন শূন্যের পথ বেয়ে পূর্ণ চন্দ্রের জ্যোৎস্না
আমাদের আলিঙ্গনের সাক্ষী হবে ।
পাপ ভুলে যাও , ভুলে যাও পুণ্য, এসো -
ওয়াইনের খোলা  বোতলে চুমুক দিই ।
মিথ্যা শীৎকারে আর না , এসো দু-জন 
চোখের প্রেমে পড়ি , আলিঙ্গনের প্রেমে পড়ি ।
বিবেকের দরজাতে তালা লাগিয়ে, তোমার বুকে মাথা রেখে 
আমি দীর্ঘ নিঃশ্বাস নিতে চাই  ।
কামনাকে দূরে ছুড়ে দিয়ে শীতল নদীর মতো গভীর
ওই চক্রকেন্দে ভালোবাসা প্রদান করতে চাই ।
বসুধা এসো প্রহর বয়ে যাচ্ছে , অধর শুষ্ক 
আরও কাছে আসো , অধরের আলিঙ্গনে বিলম্ব করতে নেই ।
মাথার উপর শূন্য আকাশ , নক্ষত্র রাজিরা সাজিয়েছে বাসর
এইতো সময় শরীরের চাষাবাদের , বসুধা কামনা না 
উত্তম চাষাবাদের যোগ্য চাষী করে নাও আমাকে ।
মনে রেখো মিথ্যা শীৎকার না , আমরা এসেছি পূনাঙ্গ ভালোবাসা 
ছড়িয়ে দিতে , আমরা এসেছি ভালবাসতে ,দু-জন এক হতে ।
সঙ্গম না বরং তার ও গভীর মিলন আমাদের চাওয়া ।
বসুধা খোলা আছে ওয়াইনের ছিপি , চুমুক দাও 
ঝাপসা হোক এই ধরিত্রী , জ্যোৎস্নাই ভেসে যাক 
একূল ওকূল আমরা জ্যোৎস্নাই মিশে যাবো ।
নগ্নতা না বরং পোশাকে আবৃত্ত করিব আমাদের ভালোবাসাকে ,
কামনা তে না বরং আকর্ষণে বৃদ্ধি পেতে থাকবে আমাদের ভালোবাসা ।

Tuesday, September 8, 2020

******আমি ইশ্বর আমিই শয়তান*******

আমার হৃদয় ভূমিতে লালিত হয়, একটি বৃক্ষ 
সে বৃক্ষে জম্ম হয়, একটি ফল
সে ফলের নাম দিয়েছি ভালোবাসা।

আমার অন্তর আত্মার গহীনে, ক্ষত হয়
অগ্নিগিরির সৃষ্টি হয়, মাথা উচু করে পর্বত
পর্বত বেয়ে নেমে আসে ঝর্ণা, সৃষ্টি হয় আর এক মহাসাগর,
যার নাম দিয়েছি বেদনা।

তুমি আমাকে কি নামে ডাকবে?
আমার বাম চোক্ষে চেয়ে দেখো, ভালোবাসার সীমাহীন আকাশ।
আমার ডান চোক্ষে চেয়ে দেখো, অভিশাপের কালো মেঘ জমা হয়ে আছে।
বজ্রের ন্যায় চিৎকার করে ওঠে  কন্ঠনালী,
ভালোবাসার মধুময় সুরে দেবী রে আলিঙ্গন করে সে।
তুমি কি নাম দিবে আমায়।

রাজ পথে, মিছিলে শ্লোগানে, প্রতিবাদের সভাতে আমাকে দেখেছো,
আবার-
দেশপ্রেম কিংবা দেশদ্রোহী,  সকল স্থানে সকল 
 মুখোশে দেখেছো তুমি আমাকেই।

ইশ্বরের সাথে বন্ধুত্ব আমার,  শয়তান এর সাথে দোস্তি।
তুমি আমাকে কি নামে ডাকবে -
 
আমার হৃদয় ভূমিতে একটি বৃক্ষ লালিত হয়,
সে বৃক্ষে দুইটি ফলের সৃষ্টি হয়, একটি মাওয়া অন্য টি গন্ধক। 

তুমি কিংবা তোমরা, কি নামে ডাকবে আমায়।