Thursday, September 17, 2020

বসুধা 

বসুধা এইবার হেমন্তে নবান্নের উৎসবে তুমি এসো ,
খোলা আকাশের নিচে , চাষ করা কোন খেতে 
কাঁচা মাটির গন্ধ শরীরে মেখে নিবো দু-জনে ।
তুমি নীল শাড়ীটা পড়ে এসো , আমি সাদা পোষাকে ।
প্রেমিক হৃদয়ে ,কবির নেশাগ্রস্থ আঁখি দ্বয়ে 
দীঘির জলে ,ঢেউ খেলা নদীর স্রোতে  , হেমেন্তের 
কুয়াশাচ্ছন্ন শূন্যের পথ বেয়ে পূর্ণ চন্দ্রের জ্যোৎস্না
আমাদের আলিঙ্গনের সাক্ষী হবে ।
পাপ ভুলে যাও , ভুলে যাও পুণ্য, এসো -
ওয়াইনের খোলা  বোতলে চুমুক দিই ।
মিথ্যা শীৎকারে আর না , এসো দু-জন 
চোখের প্রেমে পড়ি , আলিঙ্গনের প্রেমে পড়ি ।
বিবেকের দরজাতে তালা লাগিয়ে, তোমার বুকে মাথা রেখে 
আমি দীর্ঘ নিঃশ্বাস নিতে চাই  ।
কামনাকে দূরে ছুড়ে দিয়ে শীতল নদীর মতো গভীর
ওই চক্রকেন্দে ভালোবাসা প্রদান করতে চাই ।
বসুধা এসো প্রহর বয়ে যাচ্ছে , অধর শুষ্ক 
আরও কাছে আসো , অধরের আলিঙ্গনে বিলম্ব করতে নেই ।
মাথার উপর শূন্য আকাশ , নক্ষত্র রাজিরা সাজিয়েছে বাসর
এইতো সময় শরীরের চাষাবাদের , বসুধা কামনা না 
উত্তম চাষাবাদের যোগ্য চাষী করে নাও আমাকে ।
মনে রেখো মিথ্যা শীৎকার না , আমরা এসেছি পূনাঙ্গ ভালোবাসা 
ছড়িয়ে দিতে , আমরা এসেছি ভালবাসতে ,দু-জন এক হতে ।
সঙ্গম না বরং তার ও গভীর মিলন আমাদের চাওয়া ।
বসুধা খোলা আছে ওয়াইনের ছিপি , চুমুক দাও 
ঝাপসা হোক এই ধরিত্রী , জ্যোৎস্নাই ভেসে যাক 
একূল ওকূল আমরা জ্যোৎস্নাই মিশে যাবো ।
নগ্নতা না বরং পোশাকে আবৃত্ত করিব আমাদের ভালোবাসাকে ,
কামনা তে না বরং আকর্ষণে বৃদ্ধি পেতে থাকবে আমাদের ভালোবাসা ।

No comments:

Post a Comment