Thursday, August 26, 2021

কাল চক্রের,
চক্রে পড়ে ফের যদি দেখা হয়ে যাই দু'জনে! 
                          দু'চোখ ফিরিয়ে নিবো। 
চেয়ে দেখবো না, ডাগর ও দুই আঁখিপাতে 
কোন মেঘে ভিজে যা-ও, তুমি। 
কোন মেঘে থাকো উদাস এখন৷ 
কোন বসন্তে ভীষণ তৃষ্ণার্ত থাকো তুমি? 
কোন আকাশে থাকো চেয়ে! 
প্রশ্ন করবো না, আর আমি। 

কোন জলে হাসতে তুমি, কোন বাতাসে ভাসতে। 
কোন ভোরে কাঁদতে তুমি, ডাহুকের দুঃখে। 
কোন রাত টি ছিলো প্রিয়, কোন রাত বিষাদের, 
কোন সকালে বেল্কুনিতে, কেশ এলিয়ে দাঁড়াতে। 
কোন বিকালে ফুলের সাথে কথা বলতে।
সে কি অজানা মোর? 
কোন সে চন্দ্রগ্রহণ লাগলে পড়ে 
জোয়ারে তুমি ভাসতে। 
কোন আকাশ ছুয়ে দিলে, 
বাহুডোরে নিজেকে শপে দিতে।

***ভুলে যাবো ***

No comments:

Post a Comment