Friday, November 15, 2019

অভিনয়

 
অরণ্য নাসিদ 

ক্লান্তিতে নুয়ে পড়েছে বুড়ো বট বৃক্ষ,
অথচ একদিন শত মানুষ কে ছায়া দিয়েছে, 
একদিন বুক আগলে দাঁড়িয়ে ছিলো,
 ঝড়ের তান্ডব উপেক্ষা করে। 
আজ সে বৃদ্ধ,  ডাল গুলো শুকিয়ে গেছে। 
নুয়ে পড়েছে, পাতা গুলো নিষ্প্রাণ তার। 
পাখিরাও আসে না, এখন আর। 
এক ঝাঁক সাদা বক রোজ নিয়ম করে, 
রাত্রি যাপনে আসতো এই বৃক্ষ শাখায়। 
আজ তারা খুজে নিয়েছে নতুন নিবাস। 
মানুষ গুলো রোজ কুড়াল দিয়ে আঘাত করে, 
অথচ এক সময়,
 শীতল ছায়াতলে কত ক্লান্ত শরীর এখানে নুয়ে পড়ত। 
কেউ এখন খোজ রাখে না,  তার! 
সামান্য বাতাসে ভেঙ্গে পরে,  কুড়ালের আঘাতে 
ক্ষত হওয়া শাখা প্রশাখা। 
এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রবীণ বট বৃক্ষ। 
সময়ের প্রয়োজনে, কত জন আপন হয়! 
অসময়ে সে জন কুড়াল দিয়ে আঘাত করে। 
আসলেই কেউ আপন নাই, শুধু সময়ের প্রয়োজনে 
আপন হবার অভিনয় ।

No comments:

Post a Comment