Monday, November 4, 2019

কবি ও কবিতা


কবি ও কবিতা 
০৫/১১/১৯

আমি একজন কবি,  কবিতার অঙ্গ জুড়ে -
যে অলংকার দেখছো, তা আমার সৃষ্টি। 
শব্দ কে জব্দ  করে,  পরশ পাথরে ছুঁয়ে 
কবিতার অঙ্গে নতুন শব্দ স্থাপন, আমার স্বপ্ন। 
তোমারা হয়তো, কবিতার প্রেমে বিভোর হ'ও 
কবি'র প্রেমে পড়েছো কি? 

তোমরা কবিতার হাসিতে হাসো, 
কবি'র হাসি শুনেছো কি? 
সে হাসি নিষ্পাপ, কিন্তু নিষিদ্ধ এই শহরে। 

কবিতার বিরহে অশ্রু বিসর্জন করো, 
কবি'র বিরহ ছুঁয়ে দেখেছো কি? 
বিরহের গাঢ় নীল, কতটা জমাট বেঁধেছে! 
কত স্বপ্ন ধ্বংসের পর, আবেগ গুলো 
কালি হয়ে রক্ত বমি করেছে! 

দেখনি,  যদি দেখতে! 
তবে জানতে -
কত বিরহ বৎসর পেড়িয়ে, 
কত অনলে নিজেকে পুড়িয়ে, 
এক একটি শব্দ রচিত হয়। 
কত নিশি নিদ্রাবিহীন জেগে থেকে, 
খোলা আকাশের নিচে বসে, 
কত প্রেম বিলীন করে - 
চাঁদের সাথে কবি'র সখ্যতা হয়।

তোমরা যাকে ভাবছো-
আমার কবিতার প্রতিটি শব্দে, 
কখনো প্রেমে, কখনো অভিশাপে জর্জরিত, 
যে প্রতিবিম্ব হয়ে নিজেকে প্রকাশিত হয়
সে কবিতা । 
হা, সে কবিতা। 

আদরে কিংবা অনাদরে,  ক্ষোভ কিংবা সমার্থনে
একজন কবির ভাষা, কবিতা। 

সে'ই কবিতা, ছুটে চলে 
হাত থেকে হাতে বদল হয়,
ভাষা থেকে ভাষান্তর হয়। 
কোথাও বেশ সমাদরে 
কোথাও বেশ ঘৃণাতে 
কবিতা ছুটে চলে,  লোক লোকান্তরে। 

কেউ খুব যত্ন করে,  
কেউ বা  ছুড়ে ফেলে নর্দামাতে। 
কেউ কেউ তো আবার, 
ঝাল-মুড়ির ঠোঙ্গা হিসাবে ব্যবহার করে। 

তবুও স্বার্থপর কবিতা -
ফিরবেনা কবি'র আলোহীন ছোট্ট ঘরে! 

যেখানে বসে,
 কবি তার এক পৃথিবী আবেগ দিয়ে -
শব্দ দিয়ে সাজিয়েছিল কবিতা'রে। 

আজ কবিতা যুবতী, 
দিকে দিকে তার কত নাম ডাক -
কত প্রেমিক, কত বিদ্রোহী, কত উম্মাদ 
কবিতার আলিঙ্গনে প্রশান্তি খোঁজে। 

অথচ 
যে নাবিক তাকে অসীম সাগরের মধ্য হতে 
নিজ হাতে সাজিয়েছিল, একটু 
প্রশান্তি পাবার আশাতে। 
তার নিঃশ্বাস এখন ভারি হয়ে আসে! 

অথচ 
সে লিখেছিল একদিন, 
কবিতা আছে যতদিন
আমার মৃত্যু নেই ততদিন। 

কবিতা অমরত্ব খুজে নিয়েছে, 
কবি সেইপাড় বাঁধা পুকুর ঘাটের পাশে 
বকুল ছায়ার নিচে ঘুমিয়ে আছে। 

তোমরা যে কবিতার ছন্দে উল্লাসিত, 
কিংবা অশ্রুসিক্ত। 
বিক্ষোভে তোমাদের কন্ঠে যখন উচ্চারিত হয়
"মহা বিদ্রোহী রণ ক্লান্ত,আমি সেই দিন হব শান্ত "
খুজে দেখো বন্ধু,  সে কবিতার অঙ্গে
মিশে আছে কবির বিদ্রোহী সত্তা! 

যার সৃষ্টির প্রেমে মুগ্ধ হও,
 তারে প্রেমে পড়ে দেখো একদিন-
তুমি নিজেই কবিতা হয়ে যাবে।
অতপর,  তুমিও শব্দের অলংকারে অলংকৃত হবে।
তারপর - 
কবি কোন এক সাহিত্য মেলা কিংবা প্রকাশনীতে 
দু- মুঠো অন্ন জোগাতে, তোমাকেও দিয়ে আসবে। 

(অরণ্য_নাসিদ) 
ছবিঃ মোবাইলে ধারণকৃত

No comments:

Post a Comment