Monday, November 18, 2019

কবিতা

বিষাদের প্রার্থনা




চলে তো যাচ্ছে, চলে যাক যে ভাবে গ্রীষ্ম আসে,
তারপর ভীষণ উত্তাপে খরাতে জ্বালিয়ে!
দগ্ধ করে ধরণী রানী কে - ফিরে যাবে সে।

দুই চোখে জল নিয়ে নেমে আসবে বর্ষা,
সে কি অশ্রুপাত! যেন প্রিয় হারা কান্না।
ভালোবাসার প্রবল স্রোতে ভাসিয়ে,
ভিজিয়ে দিয়ে সবুজ অরণ্য, সেও চলে যায়!

মাথার উপর বিশাল শূন্যতা নিয়ে, নীল শাড়ী পড়ে
মেঘের পরতে পরতে, কাশ ফুলে'র কমলতা নিয়ে
আসে, মেঘ কন্যা আকাশ রাণী শরৎ ।
কাশ ফুলের কোমল কেশর বিছিয়ে -
ধরিত্রী মাতা তাকে গ্রহণ করে।
মেঘ রাণী সেও ফিরে যাবে,
যেভাবে গ্রীষ্ম, বর্ষা সময়ের স্রোতে হারিয়েছে।

হিম শীতল বাতাসে করুন সুর নিয়ে,
কোথা থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে-
ছুটে আসে হেমন্ত, দিকে দিকে
নবান্নের উৎসব, ডুগি তবলা আর ঢোল!
চাঁদের জ্যোৎস্না আকাশের বুক ফেঁড়ে ছিটকে পরে
মাটিতে!
লাঠির বুকে লাঠির করঘাত,শিশির ভেজা দূর্বা ঘাস।
উৎসুক চোখ চেয়ে আছে, খেলছে লাঠিয়াল।
নিভু নিভু প্রদীপ শিখা,
ধরে রাখার ক্ষমতা আমার নেই।

তাই মুঠো খুলে চেয়ে আছি, কুয়াশার চাদরে
ওই, এলো কে!
ছমছম নীরবতা, শীতল বায়ু ছুটে আসে
খেজুর রসের কলস কাঁধে করে।
প্রকৃতি ঢেকে যায় কুয়াশার আড়ালে।
তবুও স্বার্থহীন চাঁদ, আলো দিয়ে যায়,
আমার মেঠো পথে, দিঘীর জলে।
রুক্ষতা যেনো ঘিরে ধরে,
বুড়ো বটবৃক্ষটা থরথরিয়ে কাঁপে।

চাঁদ আসে চাঁদ যায় -
ঋতু রাজ ছুটে আসে, ধরত্রীর পাতা ঝড়া শব্দে।
গাছে গাছে পাখি ডাকে, ফুল ফুলে বাসর সাজায়
গঙ্গা ফড়িং টা লেজ নাচিয়ে নাচিয়ে,
ঋতু রাজ কে প্রণাম জানায়।

আসা যাওয়ার এই খেলাতে, বেঁধে রাখা না যাই।
যে যাবার, সে তো চলে যায়।
বিবেকের কাছে রেখে যাই কিছু আহত প্রশ্ন?
উত্তর, জানা নাই!

যে এসেছে, সেই চলে গেছে,
রেখে গেছে কিছু মায়া।
সে মায়াতে ক্ষয়ে যাচ্ছে হৃদয় ও কায়া।
লিখে যাচ্ছে, পেয়ে হারাবার, সে কি যন্ত্রণা।
যে না পেয়েছে, সে কি কভু জেনেছে?
পেয়ে হারাবার সে কি ব্যাথা!
তবুও ভালো থাক, ভালো থাকার তরে
অপরেরে, ব্যাথা দিয়েছে যে প্রিজনে।

শুণ্য হোক ঋতু পরিবর্তনের ন্যায়,
প্রিয় হারা যন্ত্রণাতে।
ফিরে ফিরে আসুক,
আরও ভালোবাসা সাজিয়ে,
নতুন সব হাতে হাত রেখে।
ফিরে ফিরে যাক, পরিবর্তনের হাত ধরে।
তুমি কখনো পূর্ণ হবে না, ভালোবাসার ভূবণে।

তোমার জম্ম দিনে, থাক প্রার্থনা
ইশ্বরের পদতলে -
ব্যাথার অমৃত তোমায় পান করিয়ে।
বাঁচিয়ে রাখেন যেন সহস্র বছর ধরে।

ডিজিটাল জলরং 
অরণ্য নাসিদ 
১৮-১১-১৯

No comments:

Post a Comment