Wednesday, October 30, 2019





তুমি যাকে ভালোবাসছো , শ্রদ্ধা করছো , যার উন্নতির জন্য দিনরাত দোয়া করছো ......... একটু খোঁজ নিয়ে দেখবা - সে তোমাকে ন্যূনতম মূল্যায়ণটুকুও করে কিনা ! একটু চোখ বন্ধ করে নিজের আত্মাকে বিড়বিড়িয়ে জিজ্ঞেস করবা - সে তোমাকে তোমার মতো করে আদৌ কখনো ভালোবেসেছে কিনা !
জীবনে অনেক মানুষই তোমার কাছে সাহায্য চাইবে , এমন কাওকে সাহায্য করবা না যার জন্য তোমাকে পরবর্তীতে দীর্ঘশ্বাস ফেলতে হয় ! আড়ালে চোখের পানি ঢাকতে হয় !
জীবনে রক্তের সম্পর্ক ব্যতীত কারো জন্যই অত্যাধিক আবেগ তাড়িত হবা না ...... , বিশেষ কাওকে বাঁচানোর জন্য আগুনে লাফ দিয়ে হঠাৎ তুমি খেয়াল করবা - যার জন্য লাফ দিলা সে নিজেই লাফ দেয়নি ...... মুচকি হাসছে ! মধ্য দিয়ে তুমি ই ঝলসে যাচ্ছো l তোমাকে অঙ্গারিত করে বিচক্ষণ মানুষটা করে নিয়েছে নিজ স্বার্থ উদ্ধার !
কিছু কিছু সেনসেটিভ কথা , তোমার মনের দূর্বল স্হান , তোমার কনফিডেন্সের লেভেল ভুলেও কারো সাথে সহজে শেয়ার করবা না l তোমার হৃদয় এফোড় ওফোড় হয়ে যাবে যখন তুমি হা করে দেখবা - তোমার দেয়া তথ্যগুলোই বুমেরাং হয়ে তোমাকে ঘায়েল করছে l
কারো জন্য বেকুবের মতো শুধু করেই যাবা না ! সবসময় give and take নীতিতে চলবা l নতুবা একদিন বুঝবা যার জন্য এতো কিছু করলা ........ সে তোমার অবদানটুকু স্বীকার তো করছেই না বরং তোমার ক্ষতি করতে মরিয়া l একটা কথা সবসময় মনে রাখবা - ' মাত্রাতিরিক্ত অধিকার ই অনধিকার চর্চার জন্ম দেয় l '
জীবনে কখনো অন্যায়ের সাথে , নীতির সাথে আপোষ করবা না ....... যদি সবাই তোমাকে ছেড়ে উল্টো রাস্তায়ও হাঁটে তবু তুমি তোমার নীতিতেই ইস্পাতদৃঢ় থাকবা l হতাশাগ্রস্ত হবা তুমি ........! তবুও হাল ছাড়বা না , একা পথ চলতে চলতে হঠাৎ তুমি দেখবা স্বয়ং ঈশ্বর কিছু প্রতিনিধি পাঠিয়েছেন তোমার জন্যই , অথচ তাদেরকে তুমি বিপদে তোমার পাশে পাবে কখনো কল্পনাও করোনি ! দেখবা তোমাকে ভালোবেসে তোমার প্রতিরক্ষার জন্যই হঠাৎ ইস্পাত কঠিন বাঙ্কার তৈরি করেছে তারা ! তোমার ক্ষতি তখন কেওই করতে পারবে না l
নীতির সাথে আপোষ না করার কারণে যদি তোমার চূড়ান্ত ক্ষতি হয়েও যায় ........ তবুও সৎ পথে থেকেই চুপচাপ তা হজম করে নিবা , বিশ্বাস রাখবা ঈশ্বরের উপর l
কালের পরিক্রমায় তুমিই বুঝবা , সেদিনের ঐটুকু ক্ষতি ঈশ্বর হাজার গুণ বেশি তোমাকে পুরুস্কার হিসেবে পরিশোধ করে দিয়েছেন l
সবসময় মিষ্টিভাষী মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবা l বদমেজাজি বন্ধুটাকে মিষ্টিভাষী বন্ধুটার চেয়ে বেশি মূল্য দিবা l একটা কথা মনে রাখবা ..... বদমেজাজি বন্ধুটার হৃদয়টা পরিস্কার , অন্যদিকে মিষ্টিভাষী বন্ধুটার হৃদয় হতে পারে জিলাপীর প্যাঁচের মতো l তোমার বিপদ এলে বদমেজাজি পাগল বন্ধুটাই আগে তোমার সুরক্ষায় এগিয়ে আসবে , মিষ্টিভাষী বন্ধুটা কখোনোই নয় , ইনিয়ে বিনিয়ে পাশে না থাকার নানা অযুহাত দাঁড় করাবে l
তবুও কিছু কিছু মানুষ আজীবন ঠকেই যায় ...........
কিছু কিছু মানুষ নীরবে কেঁদে যায় .............
কিছু কিছু মানুষ হঠাৎ খোলস বদলাতে পারেনা ............
এই কিছু কিছু মানুষ গুলোর জন্যই পৃথিবীটা আজো এত্তো সুন্দর l
- Asif Soikot ( আসিফ শুভ্র )
( বি:দ্র:- এলোমেলো চিন্তাভাবনা .......... একান্তই ব্যক্তিগত মতামত )

No comments:

Post a Comment