Thursday, October 31, 2019

বাংলা প্রহসনের সার্থক স্রষ্টা

মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রহসনের সার্থক  স্রষ্টা





বঙ্কিম ছিলেন বাংলা উপন্যাসের স্রষ্টা , রবীন্দ্রনাথ ছিলেন বাংলা গল্পের স্রষ্টা , তেমনি মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রহসনের সার্থক  স্রষ্টা।

এখন আমাদের জানা প্রয়োজন "প্রহসন" কি? 

হাস্যরসময় জীবনলেখ্য রূপায়িত হয়ে ওঠে।  যেখানে সমাজের কুরীতি শোধানার্থ রহস্যজনক ঘটনা সম্বলিত হাস্যরস - প্রধান একাংকিকা নাটককে বুঝায়।

বর্তমান কালে প্রহসন বলতে অতিমাত্রার লঘু কল্পনাময় , অতিশয্য়ব্যঞ্জক , হাস্যরসোজ্জ্বল সংস্কারমূলক নাটককে বুঝায়।

*** ইংরেজি farce শব্দের প্রতিশব্দ হিসাবে প্রহসন শব্দটি এসেছে।

***  বাংলা প্রহসন বলতে "কৌতুক ও ব্যঙ্গরসাত্নক সর্ববিধ নাটক কে বুঝানো হয়।

মাইকেল মধুসূদন  দত্তের দুইটি প্রহসন মূলক রচনা

১. একেই কি বলে সভ্যতা
এবং
২. বুড়ো শালিকের ঘাড়ে রো




তথ্য - পঞ্চম প্রকাশ
প্রকাশক - মোঃ ফজলুল হক 
সুচয়নী পাবলিশার্স  
ছবি - গুগল 

No comments:

Post a Comment