Friday, October 8, 2021

ক্রোধ 
০৮/১০/২০

হে প্রিয় রাষ্ট্র, অজস্র সেচ্ছাদাসী আছে।  
যে বা যাহারা ক্ষমতার লোভে, 
দেহ ত্যাগে আনন্দ উপভোগ করে।  
সেসব রক্ষিতা থাকতে, কেন? 
অসহায় নারীর ওপর ঝাঁপিয়ে পরচ্ছে।  
তোমার দাঁতাল শুয়োর গুলো।  

কেনো বস্ত্রহীন করছে মা বোন কে? 

হে রাষ্ট্র, তুমি শুয়োর পালন করো।  
অথচ কচু খেত রাখো না? 
 আমি বিশ্বাস করি না।  
আমি দল জানি না, জাতি জানি না 
আমি জানি ধর্ষক এক কলঙ্কের নাম। 
আমি জানি, ধর্ষকের আশ্রয় দাতারা 
এক অভিশাপের নাম। 

প্রিয় রাষ্ট্র, আমি ফেলিনিকে ভুলেছি 
তিস্তার জল পাবো পাবো করেও হারিয়েছি। 
তবুও নিশ্চুপ ছিলাম, শত্রুর দোসর 
মাথার ওপর বসে আছে জানি। 

প্রিয় রাষ্ট্র,  তুমি তনু কে দেখেছিলে? 
আ'হা বীভৎস সে লাশ। 
আমি তো তোমার পতাকায় দেখি ধর্ষিতার রক্ত। 
প্রিয় রাষ্ট্র, আমরা বিশ্ব্জিৎ কে ভুলে গেছি। 
আবরার কে ভুলে গেছি। 

           কোন, আবরার যেনো? 
ওই যে?  ভারতের গোলামীর বিরুদ্ধে 
নিজেদের অস্তিত্ব বজায় রাখার লড়াইয়ে 
                                    প্রথম শহীদ। 
পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিলো! 

যারা হত্যা করেছিলো,
 তারা আর কেউ না 
এই দেশের বুকে বেড়ে ওঠা
ভারতের জারজ সন্তান। 

প্রিয় রাষ্ট্র সম্রাট কে ভুলে গেছি আমরা, 
পাপিয়া ও শাহেদ, সাবরিনা কেউ। 
যারা তোমাকে ধর্ষণ করেছে, বিশ্বের কাছে। 

ভুলে গেছি, পিল খানা। 
ভুলে গেছি আমি মেজর সিনহা। 
আর কতো?  ভুলে যাবো বলো 
তোমার লেলিয়ে দেওয়া
দাঁতাল শুয়োর দেখো -
কেমন ছুটছে অসভ্য হয়ে।  

আমার একটা সংসার আছে 
আমাদের একটা সংসার আছে 
সে সংসারে, মা, বোন, বউ, মেয়ে আছে। 

প্রিয় রাষ্ট্র, সময় গড়িয়ে যায়। 
তোমার দাঁতাল শুয়োর কে ঘর চিনাও, 
প্রয়োজনে নিজের খেতের কচু খাওয়াও 
মনে রেখ, আমি শুধু আমি নয় 
আমরা শুধু আমরা নয় 
আমি ও আমরা তে মিশে আছে 
দশ কিংবা বার কোটি মানুষ,
আর, বাকী'টা 
তোমার লেলিয়ে দেওয়া, 
 দাঁতাল শুয়োরের দল।

No comments:

Post a Comment