Tuesday, October 12, 2021

কাঁদবি কতো?  কাঁদ হে রাষ্ট্র। 
ছি রাষ্ট্র ছি! কিসের এতো মায়া কান্না? 
ছি রাষ্ট্র ছি!  দুধ কলা দিয়ে 
পুষতেছিস সর্প বড় যত্ন করে। 
ছি রাষ্ট্র ছি!  জবাব দিবি তুই কী? 

পিতা তার গেছে বাহিরে, 
প্রতিক্ষায় আছে, অবুঝ শিশু 
বাড়ি ফিরে বুকে টেনে নিবে পিতা। 
প্রতিক্ষায় আছে বধূ 
প্রতিক্ষায় আছে বাবা মা। 
সন্তান যে গেছে,  কেন ঘরে ফিরে আসে না। 

ছি রাষ্ট্র ছি! পুলিশ পুষে, বেতন দিতে পারিস না
চেয়ে দেখ হে রাষ্ট্র 
এক শিশুর পিতাহারা কান্না। 
চেয়ে দেখ রাষ্ট্র, দুধ কলা দিয়ে পুষেছিলি যারে 
সে মানুষ রূপে, শয়তান ছাড়া আর কেউ না। 
অবৈধ্য টাকা ছাড়া, তাদের পেট ভরে না। 

অথচ, 
এই তোর শিক্ষিত আর্দশ সন্তান 
গর্বে নাকি তোর জীবন বাঁচে না। 
ছি রাষ্ট্র ছি, ছি রাষ্ট্র ছি 
ধিক্কার তোমায় হে রাষ্ট্র। 
তোমার কোল আজ প্রদীপ, আকবরের ;
ন্যায় জারজে ভরা।

No comments:

Post a Comment