Thursday, November 25, 2021

আর্দশ নগরী

আগুন জ্বালাও,দাসত্বের দোওয়ারে-
যেখানে অত্যাচারীরা নির্ভয়ে চলে ।
আগুন জ্বালাও,রাজতন্ত্রের চেয়ারে-
যেখানে গণতন্ত্র আহা হাকার করে ।
আগুন জ্বালাও,সৈরাচারীর শরীরে-
পোষা কুকুর দিয়ে যেখানে মানুষের রক্তে হলি খেলে ।
আগুন জ্বালাও তুমি , ঐ বেশ ধারী
সত্বীর দেহে ।
যে রাজ পথে হিজাবের নামে বক্ষ প্রর্দশন করে ।
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সব ।
আগুন জ্বলতে দাও রাজপথে ।
এখানে ধর্ষিতার আর্ত চিত্‍কারে সকলে -অট্ট হাসি হাসে ।
বেশ্যার শীত্‍কারে পাগল পারা হয়ে
ছুটে চলে ।
এখানে চোখের জল ধূলিকনাতে হারিয়ে যাবে ।
কুয়াশা চারিপাশ মানুষ নামে অমানুষের বসবাস ।
আগুন জ্বালাও, বন্ধু তুমি ।
শ্মসান করে দাও এই অমানুষের
বসত ভূমি ।
তবেই যদি শুদ্ধ হয় , গঢ়ে ওঠে
আবার নতুন করে এক আর্দশ নগরী ।

Thursday, November 4, 2021

কাবার অপমান করে যারা তাদের রক্তে এই ভূমি হোক লাল

ফাঁসির মঞ্চ প্রস্তুত করো , হৃদয়ে আমার আগুন জ্বলে ।
ফাঁসির রশি প্রস্তুত করো , আমার হাতে অস্ত্র আছে ।
কোথায় হে মহামান্য বিচারপতি ? অডার অডার বলুন ।
বলুন হে মহামান্য বিচারপতি , বাংলাদেশ দন্ডবিধি আইনে ৩০২ ধারা মোতাবেক অরণ্যের ফাঁসি।
লাথি মারি তোর সংবিধানে , লাথি মারি তোর আইনে ।
লাথি মারি ঐ সংসদে , লাথি মারি তোর গণভবনে ।
আগুন জ্বালাবো ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. এ ।
আগুন জ্বালাবো ৫১,০১,০০,৫০০বর্গ কিলোমিটারে ।
আমার চোখে এখন চৈত্রের কাঠ ফাটা রৌদ ।
জ্বালিয়ে দিবো পুড়িয়ে দিবো সব -
মৃত্যুর উল্লাসে হাসবো আমি হাঁ হাঁ ।
আমার চোখে স্বপ্ন নেই , আমার নেই মৃত্যুর ভয় ।
দালালের ঘরে আগুন জ্বালবো এই তো আমার অভিলাষ ।
আমার কাবারে অপমান করে যে জন , তার রক্তে স্লান করবো না যত ক্ষন।
আগুন জ্বলবে ততক্ষন , এই হৃদয়ে ।
শুয়োরের দল সব , বলে কি না মন্দির ভেঙেছে মুসলমান ?
ওরে ও জম্ম পরিচয়হীন জারজের দল -
বলিস না কেনো তোর অবৈধ্য জম্মের পিতা , অপমান করেছে কাবা ঘর ।
মিডিয়া আছে যত সব যেন হিন্দুর ঔরসে জম্ম পরিচয় হীন এক একটি জারজ।
মহামান্য বিচারপতি ক্ষমা করুন , এই মূহুর্তে আমি মানুষ নেই ।
আমার রক্তের ফোঁটায় ফোটায় আগুন জ্বলে ।
আমার শিরা উপশিরা বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে ।
মহামান্য বিচার পতি ক্ষমা করুন , আপনি মন্দির ভাঙ্গার অপরাধে যাদের বিচার করবেন বলে কথা দিচ্ছেন !
তারা যে অপরাধহীন টগবগে মুসলিম যুবক ।
তাদের কাবা ঘরকে অপমান করেছে যারা ক্ষান্ত হবে তারা সে সব হিন্দুর মস্তক করে ছিন্ন ।
মহামান্য বিচার পতি অনুমতি দিন একবার খুনে লাল করতে চাই এই ভূমি ।
অতপর ৩০২ ধারাতে আমাকে ফাঁসি দিন , বলুন কাবা ঘর কে অপমান করেছে যারা
 তাদের খুনের দায়ের  অরণ্যের ফাঁসি
( __গান__ )

ভালো থাকার দাবি,প্রতিদিন আসে ।
ও___ ভালো থাকার দাবি,প্রতিদিন আসে ।
তোর মত করে কেও বলে না তো ।
ও__ তোর মত করে কেও বলে না তো।
কেমন আছো তুমি , ভালো আছতো , তুমি আছতো ।
ভালো থাকার দাবি প্রতিদিন আসে 
ও__ ভালো থাকার দাবি প্রতিদিন আসে
তোর মত করে কেও বলেনা তো , ও__ তোর মত করে কেও বলেনা তো ।
ভালো আছতো , ভালো আছতো ।
সারাটা দিন কেমন ছিলে তুমি ,
সারাটা দিন ।
ভালো আছতো তুমি , ভালো আছোতো ।
মনের কথা জানতে চাই সকলে .
তোর মত করে কেও বলে না তো ।
তোর মত করে কেও বলেনা তো ।
চোখের কোনে কেনো জল ঝরেছিল , তোমার চোখের কোনে কেনো জল ঝরেছিল ।
ভালো আছোতো তুমি ভালো আছোতো ।
হৃদয় ছুয়ে কেও দেখে না ওরে তোর মত করে ।
ভালো থাকার দাবি সকলে করে ।
কি করে বলি বল তুই আমারে
ভালো কি থাকা ওরে তোরে ছেরে ।

(#কাজী_জামান ভাইয়া সুরের অপেক্ষাতে )
(__গান__)

বন্ধু ওগো বন্ধু , বন্ধু ওগো বন্ধু
পত্র দিলাম তোমারে রঙিন খামে ।
দেখো খুলে যদি মনে বলে ।
 বন্ধু__
তুমি আছো কেমন , সুখে আছো না দুঃখে
জানিও উত্তর লিখে ।
আমি আছি এখন একাকী প্রহরে ।
নিঃসঙ্গ রাত্রি সঙ্গ দেয় যে মোরে ।
ঝরা ফুলের পাপড়ী , মনে করিয়ে দেয় তোমারে ।
ওগো বন্ধু তুমি কেমন আছো 
সুখে না দুঃখে ।
ফিরে তুমি আসবে না জানি সে কথা ।
তবুও যে প্রতিক্ষায় কাটায় প্রহর আমি একা ।
বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু
পত্র দিলাম রঙিন খামে ।
বিষন্নতায় লেখা আমার এই চিঠি
ছুরে ফেলোনা  তুমি নদীর জলে । ওগো বন্ধু __ দিও না ফেলে ।
চোখের লোনা জল আছে মেশানো
এই শেষ চিঠিতে ।
বন্ধু ওগো বন্ধু , বন্ধু ওগো বন্ধু
পত্র দিলাম রঙিন খামে ।

(#কাজী_জামান ভাইয়া সুরের অপেক্ষাতে )

Wednesday, November 3, 2021

ফিরে যেতে আসা 
০৩/১১/১৫

আমাকে আর কি ধ্বংস করবে তুমি? 
 মহাকালের ডাকে
সে কবে নিজেকে বিসর্জন করেছি। 
আমাকে আর কিসের দহণে ভস্ম করবে? 
আমি তো সেই কবে প্রেমের চিতা জেলে,
 সে অনলে ভস্ম  হয়েছি । 
 আমার নয়ন জলে পদ্মার বুকে কাঁপন ওঠে
 যমুনার অশান্ত ঢেউয়ের আঘাত 
 চপঘাত সৃষ্টি করে, কাঁদবে?  
 কি করে ?
 মরুর বুকে প্রবাহমান সাইমুন লন্ডভন্ড করে ;
এই বুকে এসে প্রশান্তির ছায়াতলে নতজানু হয়।
কিসের ভয় দেখাবে তুমি ?
হারাতে হারাতে কবে নিজেকে, হারিয়ে ফেলেছি -
 এখন কোন কিছু হারানোর ভয়ে 
 বীভৎস স্বপ্ন দেখে,
 জেগে উঠি না ।
 এমন কি প্রিয় হারানোর ভয় 
 আমাকে ঘিরে ধরে না ।
 আমি জানি -
যে কাছে আসে , সে ফিরে যেতেই আসে ।