Thursday, November 25, 2021

আর্দশ নগরী

আগুন জ্বালাও,দাসত্বের দোওয়ারে-
যেখানে অত্যাচারীরা নির্ভয়ে চলে ।
আগুন জ্বালাও,রাজতন্ত্রের চেয়ারে-
যেখানে গণতন্ত্র আহা হাকার করে ।
আগুন জ্বালাও,সৈরাচারীর শরীরে-
পোষা কুকুর দিয়ে যেখানে মানুষের রক্তে হলি খেলে ।
আগুন জ্বালাও তুমি , ঐ বেশ ধারী
সত্বীর দেহে ।
যে রাজ পথে হিজাবের নামে বক্ষ প্রর্দশন করে ।
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সব ।
আগুন জ্বলতে দাও রাজপথে ।
এখানে ধর্ষিতার আর্ত চিত্‍কারে সকলে -অট্ট হাসি হাসে ।
বেশ্যার শীত্‍কারে পাগল পারা হয়ে
ছুটে চলে ।
এখানে চোখের জল ধূলিকনাতে হারিয়ে যাবে ।
কুয়াশা চারিপাশ মানুষ নামে অমানুষের বসবাস ।
আগুন জ্বালাও, বন্ধু তুমি ।
শ্মসান করে দাও এই অমানুষের
বসত ভূমি ।
তবেই যদি শুদ্ধ হয় , গঢ়ে ওঠে
আবার নতুন করে এক আর্দশ নগরী ।

No comments:

Post a Comment