Thursday, November 4, 2021

(__গান__)

বন্ধু ওগো বন্ধু , বন্ধু ওগো বন্ধু
পত্র দিলাম তোমারে রঙিন খামে ।
দেখো খুলে যদি মনে বলে ।
 বন্ধু__
তুমি আছো কেমন , সুখে আছো না দুঃখে
জানিও উত্তর লিখে ।
আমি আছি এখন একাকী প্রহরে ।
নিঃসঙ্গ রাত্রি সঙ্গ দেয় যে মোরে ।
ঝরা ফুলের পাপড়ী , মনে করিয়ে দেয় তোমারে ।
ওগো বন্ধু তুমি কেমন আছো 
সুখে না দুঃখে ।
ফিরে তুমি আসবে না জানি সে কথা ।
তবুও যে প্রতিক্ষায় কাটায় প্রহর আমি একা ।
বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু
পত্র দিলাম রঙিন খামে ।
বিষন্নতায় লেখা আমার এই চিঠি
ছুরে ফেলোনা  তুমি নদীর জলে । ওগো বন্ধু __ দিও না ফেলে ।
চোখের লোনা জল আছে মেশানো
এই শেষ চিঠিতে ।
বন্ধু ওগো বন্ধু , বন্ধু ওগো বন্ধু
পত্র দিলাম রঙিন খামে ।

(#কাজী_জামান ভাইয়া সুরের অপেক্ষাতে )

No comments:

Post a Comment