Tuesday, November 3, 2020

সে আসে, অশ্রু ঝড়ায় 
কে'নো ? মলিন চোখে 
কাজল ল্যাপ্টে থাকে 
নিদ্রাহীনতার! তবে  
প্রকৃতি কথা বলে?
ফিরিয়ে দেয়? 
সময়ের খাজনা। 
তবে কেন বা আসে। 
নিষিদ্ধ ধোঁয়াতে 
মিশে যায় চোখের ধাঁধাতে
পূর্ণ বাসনার শশী বাতিতে
মিশে যায়, শিরা ও উপশিরাতে। 
সুখ, দুঃখ 
ক্রোধ ও বিরহে। 
মিশে যায়; যেভাবে 
নীল মিশে যায়, 
আকাশে। 
ঠাঁই দাঁড়িয়ে থাকে 
প্রতিছাঁয়া হয়ে 
রৌদ, বৃষ্টি কিংবা ঝড়ে। 
আলো দেখলে, ছুটে আসে 
অন্ধকার প্রতিচ্ছবি হয়ে। 
রাত এলে মিশে যায় অন্ধকারে, 
নিজের ছাঁয়া যেভাবে হারিয়ে যায় 
সূর্য ঘুমে ঢ'লে পড়লে। 
তবুও আসে নিশিতে 
দুরারোগ্য ক্যান্সের মতো
থেকে যায়, চাহেনা মোরে ছাড়িতে। 

দুঃস্বপ্ন

No comments:

Post a Comment