Tuesday, November 3, 2020

ফিরে যেতে আসা 
০৩/১১/১৫

আমাকে আর কি ধ্বংস করবে তুমি? 
 মহাকালের ডাকে
সে কবে নিজেকে বিসর্জন করেছি। 
আমাকে আর কিসের দহণে ভৎস করবে? 
আমি তো সেই কবে প্রেমের চিতা জেলে,
 সে অনলে ভৎস হয়েছি । 
 আমার নয়ন জলে পদ্মার বুকে কাঁপন ওঠে
 যমুনার অশান্ত ঢেউয়ের আঘাত 
 চপঘাত সৃষ্টি করে, কাঁদবে?  
 কি করে ?
 মরুর বুকে প্রবাহমান সাইমুন লন্ডভন্ড করে ;
এই বুকে এসে প্রশান্তির ছায়াতলে নতজানু হয়।
কিসের ভয় দেখাবে তুমি ?
হারাতে হারাতে কবে নিজেকে, হারিয়ে ফেলেছি -
 এখন কোন কিছু হারানোর ভয়ে 
 বীভৎস স্বপ্ন দেখে,
 জেগে উঠি না ।
 এমন কি প্রিয় হারানোর ভয় 
 আমাকে ঘিরে ধরে না ।
 আমি জানি -
যে কাছে আসে , সে ফিরে যেতেই আসে ।

No comments:

Post a Comment