Tuesday, November 3, 2020

পূণ্যের খাতা শূন্য মোর
০৩/১১/২০১৪

নেশার আলোতে নেশা গ্রস্থ সকলে 
দু'ই একজন বড্ড বে-লাইনের ।
ওরা নেশা করে না , কারন ওরা খারাপ !
এখানে আজ কড়জোরে দু হাত-
একত্র ,বসে আছে দেবতা সব ।
অসূরেরা করছে শাসন, স্বর্গলোক ।
শকুনের আর্তনাদ এখানে বড় সুমধুর 
কোকিলের গান হয়ে উঠেছে তিক্ত। 
সুরে সুরেলা মেয়েরা এখানে বড় নিকৃষ্ট ।
মাঝ রাতের নিষিদ্ধ নারীর শীৎকার এখানে ,
বড়ই আকৃষ্ট ।
ভূমিষ্ট হয়েছে যে শিশুটি, একটু আগে
সে ও জানে 
এখানে জম্ম নিতে হলে কর দিতে হয় । 
কারন , দেবতা 
এখানে অসূরের দাস । 
চোখের জলের মূল্য ,
 দিতে জানে না কেউ ।
অর্থ লোভ লালসা ঘিরে আছে এখানে ।
গরীবের বুকে পারা দিয়ে , 
ধনীরা হয় সমাজ শ্রেষ্ট ।
পথ ভুলে চলে এসেছি প্রভু 
অচিন পথে 
ক্ষম করো তুমি, মোরে । 
কি দেখার কথা ছিল ? 
আজ কি দেখি !
সৃষ্টি নজর দারী করতে চায় স্রষ্টার। 
আমাকে আলোর পথে অভিসারী কর তুমি । 
তব নহে মরনের বার্তা দাও প্রেরন করে ।
এই পাপিষ্ঠ শহরে ,আমি ও যে -
নষ্ট হয়ে যাচ্ছি ধীরে ধীরে । 
শেষ বিচারের হিসাবের খাতা শূন্য
মোর , পূর্ন হবে কি করে পূণ্যতে ।
এই পাপিষ্ঠ নগরীতে ,
মানুষ -সেজে দেবতা । 
তোমাকে করিতে চায় শাসন !

No comments:

Post a Comment