Tuesday, June 30, 2020

চিঠির জন্য প্রতীক্ষা 
২৯/০৭/২০

হঠাৎ অবেলায় পড়লে মনে, 
লিখো ; চিঠি, সংগোপনে। 
না হয়, সে চিঠি, থাকলো পড়ে! 
অভিযোগ, অভিমান, আর
পুরাতন কিছু স্মৃতি বুকে জড়িয়ে। 

আ'হা ; আমি জানি 
এই প্রযুক্তির যুগে 
চিঠি চাওয়াটা বড় পাগলামী। 

তবুও, 
আমার যত খুনসুটি 
সেই তো ;
সে'ই তোকে ঘিরে'ই। 
তুই হীনা যেন শূন্য 
আকাশের ন্যায় সীমাহীন 
এক,শুষ্ক শূন্যতা। 

বেঁচে আছি 
অবুঝ কিছু চাওয়ার ভিত্তিতে 
বেঁচে আছি 
পাবো না, জেনেও ;পাবার আশাতে। 
এ যেন 
আরও কিছু দিন 
বেঁচে থাকতে চাই , তার মিথ্যা অজুহাত। 

তবুও মাঝে মাঝে 
তীব্র ইচ্ছে, কৃষ্ণগহব্বরের ন্যায় 
রূপ ধারণ করে। 

একটি চিঠির প্রতিক্ষায় 
কেটে যায়, আমার রাত -দিন
সপ্তাহ থেকে মাস। 
মাস থেকে বছর 
বছর থেকে যুগ 
যুগ থেকে শতাব্দী। 

এই'তো সহস্র বছর 
ছুঁই ছুঁই 

আর মাত্র কয়য়েক দিন 
কিংবা মাস, কিংবা বছর 

তোর অলিখিত চিঠির প্রতিক্ষায় 
শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়ে। 
জীবন কে বলে দেবো 
এই বার' জীবন তোমায় 
দিলাম ছুটি ।

ছবি ; গুগল

No comments:

Post a Comment