Saturday, June 20, 2020

প্রেমিকার বিক্রয় হওয়া হৃদয় ছুয়ে দেখেছি, 
কী ভীষণ  নির্মম আর গাঢ় কালো।  
পাপ আর পাপ,
আমি নরকে বসত করে,
স্বর্গের স্নিগ্ধ বাতাস খুজে চলেছি। 

ঈশ্বর। 
প্রেম কি শুধু বিনিময়ের মাধ্যম? 
হৃদয়ের সাথে হৃদয় 
কায়াতে মিলে কায়া ;
প্রেম কি সৃষ্টির মাধ্যম? 
প্রেম কি পুণ্যতা? 

আমি তো দেখেছি ;
প্রেমিকার প্রেম -
বিক্রি হয় 
রাত ও দিনের মধ্যভাগে। 
শহরের খোলা মাঠে 
মাদকের অন্ধকারে 
তারা উঠে যায় 
এক নরকে। 
সে ফিরে আসে, 
সে ফিরে ফিরে আসে। 
হারিয়ে না, বিক্রি করে আসে নিজেকে। 

আমি ছুঁয়ে দেখেছি 
সে দীর্ঘ নিঃশ্বাস ;
শুধু কামনা আর পাপ জমে আছে। 

অথচ 
ওরা বলে প্রেম নাকি 
ঈশ্বর প্রদত্ত! 

ঈশ্বর, 
একথা শুনে 
তুমি ও কি মুখ লুকাও? 

( প্রেম )

No comments:

Post a Comment