Wednesday, June 3, 2020

কবিতা

তুমি আসবে বলেছিলে ,
এই বৈশাখের কোন এক বিকালে ।
তুমি আসবে- বর্ষার আগমন বার্তা হাতে ।
বৃষ্টির জলে ভেজা , তোমার কায়া ।
কাপা কাপা অধরে ,বলবে বলেছিলে ভালোবাসি ।
কদম ফুলের রেণুতে-রেণুতে সৌরাভ
ছড়াবে বলেছিলে ।
তোমার শরীরে বন্য ফুলের সৌরভ মেখে ,
আমাকে উম্মাদ করবে বলেছিলে !
চৈত্রের দাবদাহ খরায় তৃর্ষ্ণাত আমাকে -
অধরের চুম্বনে পিপাসা নিবারন করবে বলেছিলে।
সেই যে ,সেই দিনের পর আজ ,
প্রতিক্ষার কত শত বৈশাখ আসে-যায় !
তুমি তো কথা রাখনি , তবে কী
মানুষ কথা দিতেই ভালোবাসে
কথা রাখতে নয়? 
হয়তো তোমার মত কথা দিয়েছিল ,
কিংবা তুমি দিয়েছিলে বরুনার মত ।
সেই ব্যথা বুকে লালন করে হয়তো !
সুনীল গঙ্গাবধ্যায় আক্ষেপ করে বলেছিল-
কেউ কথা রাখেনি ।

আক্ষেপ

No comments:

Post a Comment