Friday, May 29, 2020

কবিতা

এসো সকলে এক হয়
(উত্‍সর্গ: বি জি বি "শহীদ মিজানুর রহমান")

স্বাধীনতা এই কি ছিল তোমার দেওয়া ,শহীদের রক্তের প্রতিদান ।
স্বাধীনতা এই জন্য ই কি পাগলের দল জীবণ বিলিয়েছে বুকে গ্রেনেড বেধে ।
স্বাধীনতা কোথায় তুমি ,42 বছর ধরে বাংলার পথে পথে তোমাকেই খুজে আমি দিশেহারা ।
কোথাও নেই তুমি , মরিচিকা তুমি ,পাগল আমি তাই তো খুজে ফিরি তোমারে ।
বাংলার বুকে বাংলার সন্তান খুন হয়, গুম হয় ,ধর্ষিতা হয় বোন ।
ওরা কারা ,যাদের এত বড় র্দুসাহস।
তোমার বুকে বসে তোমারি কলিজা ছিঁরে খাই হিংস্র থাবায় ,
ওরা তো ভিনদেশী কেহ নহে ।
তবে কী ওরা মানুষ রূপে বন্য শুয়োর ।
স্বাধীনতা কোথায় তুমি , 42 বছর পারি দিয়ে আজো আমি পরাধীনতার ছিকলে বাধা পরে আছি ।
ভিনদেশী শত্রুদের যে হাতে নিঃস্তব্দ করে রেখেছিলাম ,আজ সে হাতে চুড়ি পরিয়ে দিলো কে ।
স্বাধীনতা তোমাকে পাবার আশায় নিজের বুকের পাজর পেতে ধ্বংস করেছি শত্রুর যুদ্ধ জাহাজ ।
আজ সে বুকে এত কিসের পিছুটান,
কোন সে সাহসে ভিনদেশী হায়েনার বুলেটেএখন ও ছিনিয়ে নিচ্ছে আমার জোয়ান (বি জি বি) ভাই।
সকল বিদ্ধেষ ভুলে বাধা নিষেধ ভেঙে,
ক্ষমতার লোভ ভুলে হাতে হাত ধরে, এসো বাঙালী এক হয়ে স্বাধীনতা অমৃত স্বাদ গ্রহণ করি ।
তবে দেখবে চেয়ে থরথরিয়ে কাঁপবে ভিনদেশীয় হিংস্রুক জানোয়ারের বুক ।

No comments:

Post a Comment