Thursday, May 14, 2020

কবিতা

কবি ও তার ডায়েরী

কবি, কবি ঘুমাইয়েছো নাকী ?
   না ।
এখন ও জেগে আছো যে-
তন্দ্রা নাই তোমার ও নয়নে ?
না গো কবিতা ।
তুমি ও যে নিদ্রাছন্ন, ঘুম আসে না বুঝি ?
                না ।
   কেনো ?
স্মৃত্মির খাতা এলোমেলো , তোমার জ্বালানো -
 মোমবাতি এখনো আলো দিচ্ছে ।
কি করে ঘুমায় আমি ! 
কবি , আর কত এ রাত জেগে থাকা ?
 আর কত অপেক্ষায় প্রহর ,নয়ন জলে
 চাঁদের আলো কে মলিন করবে ?
 কত আর কলমের আঘাতে -
স্মৃতির খাতায় ক্ষত চিহ্ন একে যাবে। 
আর কত রাত জেগে এক একটি কবিতার জম্ম দেবে ? 
নেশায় মগ্ন থেকে , আর কত ফুল কে -
 পদপৃষ্ট করতে যেয়ে নিজে কাটায় আঘাতে রক্তাত হবে ?
 আর কত ! এক নারী কে মনে রেখে,
 হৃদয়ে কষ্ট পাখিটি আদরে লালন পালন করবে ?
 এবার জাগো কবি  ,মোমবাতিটিতে ফুঁ দাও । 
স্মৃত্মির খাতা বন্ধ কর । 
আমাকে একটু বিশ্রাম নিতে দাও ।
 তোমার দুঃখে কবিতার জম্ম , 
তাই বলে কি কবিতা চির দুঃখী থেকে যাবে ?
 ওঠো কবি স্মৃত্মির খাতা এবার বন্ধ কর । 
জ্বলন্ত মোমবাতি টি কে একটু বিশ্রাম নিতে দাও । 
ও তো প্রতিরাতে তোমার দুঃখ ভরা মন কে-
 একটু আলোকিত করতে নিজেকে নিশ্বেস করে দিচ্ছে । 
দয়া করে এবার আমাদের কে একটু বিশ্রাম নিতে দাও ।

No comments:

Post a Comment