Wednesday, May 27, 2020

কবিতা

অন্ধের আহাজারি

এখন বুঝি অনেক রাত এখানে,
ধূসর কালো অন্ধকারে আছন্ন এই ধারা।
হবে কী প্রভাত, প্রভু।
আমার আজম্ম এই ঘোর অন্ধকার ধারায় ,
ভোরের হাসি কী দেখা হবে না কভু ।
জম্মদাতা পিতার দেহের গন্ধ র্স্পশ করে যাই আমারে ।
দু হাতে হাতরে ফিরি ,দেখিনাই কভু জম্ম দাত্রী মায়ের ও মুখ ।
কখন সূর্য পূর্ব গগণে ,কখন সে পশ্চিমে ,
মাঘী পূর্নিমার অনেক গল্প শুনেছি ,
দেখা হয় নাই তব তাহার রূপ ।
আমার আজম্ম এই অন্ধধারায় ,
প্রেয়সীরে হাতরে ধরেছি ,
ভালোবাসায় বক্ষে বেধেছি।
তবু পিপাসায় কাতর মন নয়ন মেলে দেখতে চাই তারে ।
আমারি ঔরশ জাত ঐ ছোট্ট সোনামনি ,
বাবা বলে ডাকে যখন ।
মনে চাই আকাশ মত্ম এক করে বক্ষে আগলে রাখি তারে ।
দু নয়ন মেলে চেয়ে দেখি ঐ স্বর্গফুল কুড়ি ।
বিধাতা নয়নের আলো যদি নাহি দিবে ,
কেনো মোরে এই ধারায় প্রেরণ করিলে ।
আমার এই অন্ধকার জগত্‍ এ ,
চির দিন থেকে গেলাম নিজেই নিজের অচেনা হয়ে ।

No comments:

Post a Comment