Monday, May 4, 2020

কবিতা

বিরহ বেদনাতে আসক্ত , অন্তহীন তুমিতে ধ্বংস।
তবুও আমি নদী হয়ে ছুটে যায় তুমিতে!
বিরহে খুজে চলি মিলনের সুখ।
এক চুমুকে পান করি হলাহল -
অমৃতের তৃষ্ণা নিবারণে।
শিবের কন্ঠনালী হতে 
বাসকিরে টানিয়া, দুই হস্তে মন্থন করিয়া 
পূর্ণ করি বিষে আমার তৃষ্ণার্ত বুক । 
দেবরাজ ইন্দ্রের বজ্রঘাত বুকেতে বিধিয়া 
খেলা করি আমি, মেঘনাদ হইয়া।
সূর্য লোক আক্রমণ করিয়া, 
যমুনারে করি জয়, শুধু তোমার লাগিয়া। 
বিষ্ণু চক্র ছিনিয়া, কতল করি নিজেরে 
তুমি আমার পাপ জানিয়া। 
তুমি দেবী কিংবা অপদেবী 
তুমি ধবংস কিংবা তুমিই সৃষ্টি 
তুমি  ব্রহ্মদেবের পাপ  সরস্বতী। 
তুমি ধবংস মহাকালি, 
প্রসন্ন হও,  তুমি হে লিলিথ দেবী।
অনেক হয়েছে পাপ, অনেক হয়েছ নিচু 
শরাবের নেশাতে বিভোর তুমি 
নিজেকে করেছো বিবস্ত্র!  
চেয়ে দেখো, উন্মাদ নটরাজের জটা হতে 
করেছি নির্গত এক বহমান গঙ্গা-
আত্মশুদ্ধি করো হে নারী। 
প্রেমময় যে তুমি, সে-ই তুমি কেন আজ অসতী? 

( প্রশ্ন,  অরণ্য)

No comments:

Post a Comment