Monday, May 4, 2020

কবিতা

প্রার্থনা
10.04.20
অরণ্য নাসিদ ভাই😊

প্রতিদিন মরে যাচ্ছি, একটু একটু করে মরে যাচ্ছি।
মৃত্যুতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই,
নেই না পাওয়ার বেদনা।
তার চেয়ে, বেঁচে থাকায় আছে লজ্জা, আছে ঘৃণা!

এই ভাবে কি মানুষ বেঁচে থাকতে পারে? 
পারে না, পারে না, পারে না! 

আমরা মনে হয় মানুষ নয়, 
মানুষ হলে, আত্মহত্যা করে মরা উচিত ছিলো।
মানুষ হলে ঘৃণা লজ্জায় মাথা কাটা যেতো। 

তবুও 
নির্লজ্জের মতো, দেখো মাথা উচু করে চেয়ে আছি 
একের পর এক নিঃশ্বাস নিয়েই চলেছি!  
কি আশ্চর্য?
 সামান্য লাজ লজ্জা ঘৃণা বোধ আমাদের নেই। 

দিকে দিকে, 
মৃত্যুর মিছিলে মানুষ মরছে, যেন কীটপতঙ্গের ন্যায়! 
অবাক বিশ্ব, অবাক বোধ করি স্বয়ং সৃষ্টি কর্তাও। 

 হা -
আমি আমাদের কথা বলছি, এই বাঙালির কথা
          এই বাঙালী জাতের কথা বলছি। 

বিশ্বভূমন্ডলের বিচারপতি, 
তুমি কোথায়? তোমার বিচারের কাঠগড়াতে 
ধ্বংস যদি প্রভু করতেই হয়। 

চেয়ে দেখো প্রভু বঙ্গমাতার ইজ্জত যাদের হাতে
তারা কি করে মায়ের সন্তানের অন্ন ছিনিয়ে খায়। 
বিচার করো প্রভু, বিচার করো প্রভু,বিচার করো 
গরীবের অন্ন যারা, আপনার ভেবে গুদাম ভরায়। 

মহামারী যদি তুমিই দাও প্রভু, 
 মহাশয়তান গুলোকে আগে ধ্বংস করে দাও। 
চোরেরা সব, সাধু সেজে রয় 
সে চোরেরা কারা তোমার তো অজানা নয়। 
রক্ষা কর প্রভু গরীব মাতার গরীব সন্তানেরে -
ক্ষুধার অন্ন যোগাওঁ তুমি,অন্নদাতা তুমি হে। 

প্রার্থনা 
এ মোর একার নয় প্রভু, দিন মজুর শ্রমিক কৃষক
অনাহারী ক্ষুধার্তের অন্তর্যামী তুমি ।।

No comments:

Post a Comment