Monday, May 4, 2020

কবিতা

একদিন রাহু হয়ে চন্দ্র কে গ্রাস করিবো, 
 অমৃতের অসম বন্টনের অপরাধে, 
 ছদ্মবেশী বিষ্ণু মস্তক ছেদ করিবো -
 ছিনিয়া নিয়া সুদর্শন চক্র। 
একদিন, কাল ভৈরব রূপে, 
প্রলয় নৃত্যে, ত্রিশূল ছুড়বো। 
ব্রহ্মার পঞ্চ মস্তকে, 
যে মস্তকে তিনি প্রেম কে আশীর্বাদ করেন।
সে পথে অগ্নী বর্ষিত হোক ,যে পথে তাঁর পদাচরণ। 
দক্ষের যজ্ঞে যেমন ,এসেছিল কালভৈরব 
তেমনি আসিব আমি ,তার চলার পথে। 
শ্মশানচারীর  তান্ডব নৃত্যে কম্পিত হবে কৈলাস।

( প্রলয়, অরণ্য )

No comments:

Post a Comment