Monday, May 4, 2020

কবিতা

স্বপ্নের শহর

পিচ ঢালা রাজ পথ ,
অজগর সাপের মত যে পথ এঁকেবেঁকে গেছে ।
ধূসর আলোই সোডিয়াম বাতি ,
যে আলোতে নিজেকে চিনতে ভয় হয় ।
স্বপ্নের শহর ;
তুমি ক্রংক্রিটে মোড়ানো ছদ্মবেশী সাধু শয়তান ।
মিছিলে মিছিলে বারুদের গন্ধ ,
লাশ কাটা ঘরে মানুষের শরীরে উত্তপ্ত শিসা ।
স্বাধীন রাজ্যে তুমি,
স্বৈরাশাসকের অবাধ মুক্ত ভাষণে করতালি ।
স্বপ্নের শহর তোমাকে ঘিরে আমি,আমাকে ঘিরে তুমি ।
তোমার বক্ষে চেপে ওকারা!তোমার দেহ নিঙরে খায় ?
স্বপ্নের শহর তোমাতে , সংসদ ভবণ -
জাতির স্বপ্ন যেখানে আকাশ ছুয়ে দেবার কথা ছিল!
কথা ছিলো স্বর্ণে তোমার দেহ অলংকিত করার ।
চেয়ে দেখো, সেখানে তোমাকে নগ্ন করা হয় ।
সুরক্ষিত দেওয়ালের আড়ালে,
মুখোশ ধারী কালো বিড়াল ;
পদ্মসেতুর টাকা খুজে পাওয়া যায় ।
স্বপ্নের শহর, তোমার গর্ভে অক্ষর জ্ঞান সমৃদ্ধ -
মূর্খ শয়তান চোর ছুটে চলে,
অবিকল মানুষের বেশ ধরে ।
তুমি কি পারোনা? স্বপ্নের শহরের পিচ ঢালা পথ ;
সত্যিকার অজগর হয়ে উঠতে! 
অতপর - 
ভন্ড সাধু গুলোকে গিলে নিজের উদর পূর্তি করতে
কবে তুমি জেগে উঠবে স্বপ্নের শহর? 
কবে তুমি বজ্রের মত স্লোগানে মুখরিত হবে! 
কবে তুমি সত্যিকার স্বপ্নের শহর হয়ে উঠবে ।

(  04/05/2017, মিরপুর )

No comments:

Post a Comment