Monday, May 4, 2020

কবিতা

চোরের বিচার
১৬/৪/২০

মানুষ মরবে, প্রতিদিন মরবে ; লিখে রাখেন
রোগে মরবে, শোকে মরবে, বিরহে মরবে
ক্ষুধায় মরবে, তৃষ্ণায় মরবে, ক্রোধে মরবে
প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি প্রহরে
ইতিহাস লিখে রাখবে, মৃত্যুর সংখ্যা
মানুষ মরেছে এক জন, দশ জন, হাজার জন!

মহামারী একদিন চলে যাবে,
ক্ষুধার্ত মানুষ, অভাব -অনাটন রেখে যাবে,
রেখে যাবে স্বজন হারানোর শোক।

চোখের কালো পর্দা সরিয়ে,
দেখিয়ে দিয়ে যাবে চোর।
কিছুই হবে না, কিছুই হবার না!
চোরের কোন বিচার নেই,
চোরের মাথার উপর আছে দরবেশের হাত। 
দিন শেষে ক্ষুধার্ত মানুষের বিচার হবে,
বিচার হবেনা কোন চাল, ডাল তেল চোরের 
বিচার হবে না কোন মানুষের অন্ন চোরের। 
চোরের রাজ্যে চোরের বিচার? 
কে করবে,  কেন করবে,  কি জন্য করবে? 
চোরের বিচার কি আর চোরে করে? 
করে না, করবে না, ইতিহাসে-
 চোরের বিচার চোর কোন দিন করেনি । 
আগামী তেও করবে না!  লিখে রাখেন। 
ক্ষুধার্তের বিচার হবে, চোরের বিচার হবে না। 

শুধুই
মানুষ মরবে, প্রতিদিন মরবে ; লিখে রাখেন
রোগে মরবে, শোকে মরবে, বিরহে মরবে
ক্ষুধায় মরবে, তৃষ্ণায় মরবে, ক্রোধে মরবে
প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি প্রহরে
ইতিহাস লিখে রাখবে, মৃত্যুর সংখ্যা
মানুষ মরেছে এক জন, দশ জন, হাজার জন! 
অথচ অমানুষ গুলো মরবে না, 
কারণ তাদের মৃত্যুর ভয় নেই, বিবেক বোধ নেই। 
তাদের বিচার সৃষ্টিকর্তা ছাড়া কেউ করবে না।

No comments:

Post a Comment