Monday, May 4, 2020

কবিতা

প্রতিহিংসা 

কত দিন শুনি না তোমার বেদনা সিক্ত কন্ঠস্বর। 
 কতদিন দেখিনা তোমার অশ্রুসিক্ত আঁখি। 
কত দিন, কত মাস, কত বছর হয়ে গেলো -
তোমার আহা-কার শ্রবণ করিনা! 
সময় হয়েছে? মৃত্যু কষ্ট ছুয়ে দিলে 
খবর দিতে ভুলে যেও না। 

যেখানে থাকি আমি, যত দূরে 
ঠিক আসবো প্রিয় মৃত্যু পথযাত্রী তোমার শহরে।
সকল নিষেধাজ্ঞা অমান্য করে, 
বুলেট বোমাকে উপেক্ষা করে, 
আমি আসব'ই আসবো প্রিয় -
তোমার শহরে। 

এই পৃথিবী তোমাকে বড় কষ্ট দিচ্ছে, 
বেঁচে থাকার ইচ্ছে নেই তোমার ! 
সাংবাদিক সম্মেলন করে -
খুলে নিবো অক্সিজেন তোমার মুখ থেকে। 

বিশ্বকে জানিয়ে দিবো,  
বিশ্বাসঘাতকের মৃত্যু যন্ত্রণা কত করুন, 
সরাসরি সম্প্রচারের মাধ্যমে। 
কেউ কেউ তো আমাকে, অমানুষ বলে গালি দিবে! 
মানুষ হয়ে কি পেয়েছি আমি? 
অমানুষ হয়ে না হয় একটু সুখ নিবো ছিনিয়ে। 

তোমার মৃত্যুর সময় হলে, 
বলতে ভুলে যেও না যেনো! 
এটাই তো সুযোগ তোমার, 
নিজেকে শেষ বার উপস্থাপনা করার।

No comments:

Post a Comment