Thursday, May 21, 2020

কবিতা

স্মৃতি কথা

বৃষ্টিস্নাত সে সন্ধ্যা , আমার রাত্রী জেগে থাকা ।
তোকে নিকে মহাকাব্য লেখার এক র্দূ-সাহস ।
সাদা কাগজে আকি বুকি , বৃথা কাগজের কলঙ্ক করা ।
তোকে নিয়ে 'একটি কবিতার একটি চরন লেখার ব্যার্থ চেষ্টা ।
ঐ খানে থেমে গেছে কবি, যেখানে শুরু সেখানে শেষ ।
ভালোবেসে তোকে , হলো না আর লেখা ,একটি প্রেমের কবিতা আমার ।
আমি চির কাল অন্যের সুখবিলাস পড়ে গেলাম, মহা আনন্দে করতালিতে উল্লাস করলাম ।
অথচ ! এত প্রেম বুকে নিয়ে।
সকাল অবদী সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে ভোর আমার বৃথা নিদ্রাহীন প্রহর ।
আমি আমার মাঝে ,আমার কবিত্বের সমাধী জানিনা করেছি কখন ।
এতটুকু জানি, বৃথা আমার নিদ্রাহীনতা ।
হয়তো হবে না কোন মহাকাব্য,
তোকে আমাকে ঘিরে ।
অন্তত্য দুটি কথার পিঠে দুটি কথা সাজিয়ে , একটু ছন্দ মিলিয়ে ।
লিখে যেতে চাই আমি আমার ব্যার্থ প্রেমের স্মৃতি কথা ।

No comments:

Post a Comment