Monday, May 4, 2020

কবিতা

আমি স্বার্থপর হবো -
বেনারসি শাড়ির মালিকের মত !
স্বপ্নের রাজ্যে পা রেখে ,
ফিরেও চাইবো না ,
হারিয়ে যাওয়া মানুষের দিকে ।
আমি স্বার্থপর হবো ফাইভ স্টার হোটেলের-
সস্তায় পাওয়া এক কাপ চায়ের মত!
হয়তো কোন এক ক্ষুধার্ত যুবকের
একটি দিনের আহার ।
আমি স্বার্থপর হবো , বট বৃক্ষকে
জড়িয়ে থাকা পরগাছার মত ।
নিজের দুঃখ চুষে নেবো , সময়-অসময় ।
মানুষ তো দূরে থাক ,
একটি পিঁপালিকার উপকারে আসবো না-
আর একটা দিন ।
স্বার্থের এক মহাকাব্য রচনা করবো,
ভুল করেও ছুঁয়ে দিতে পারবি না তুই।
আমি সত্যি সত্যিই একদিন স্বার্থপর হবো ।
সেই দিন তোর সুখের রাজ্যে ,
দুঃখের বৃষ্টির ছন্দে আমি নৃত্য করব।

( প্রতিজ্ঞা, অরণ্য ০৫/০৫/২০১৮)

No comments:

Post a Comment