Monday, May 4, 2020

কবিতা

প্রতিটি প্রেমিকা আমার ক্রোধের অনলে পুড়ে শোধিত হোক। 
পুষ্প বৃষ্টি হোক আজ এই শহরে।
প্রতিটি প্রেমিকা এক একজন 
সত্যিকার নারীতে রূপান্তরিত হোক।
প্রতিটি প্রেমিকা এক একটি 
লজ্জাবতী রূপ ধারণ করুক।
ছুয়ে দিলে নুয়ে যাবে, 
দূরে গেলে কাছে টানবে।
 নারী,
 না হোক বিষধর কালফনী।
 নারী হোক চির কল্যাণময়ী। 
বুকের পাঁজর চিড়ে, হৃদয় পেতে দেবো।
 রক্ত জমাট বাধিয়ে লাল গালিচা পেতে দেবো।  প্রেমিকা তুমি যদি হতে পারো সত্যিকার নারী।
 তুমি যদি হও নষ্ট, তবে যেন রেখো। 
 নট রাজ আমি, 
নৃত্যে আহবান করিব মহাপ্রলয়; 
ধ্বংস অনিবার্য। 

( অরণ্য)

No comments:

Post a Comment