Tuesday, June 30, 2020

এসো নীরবে,  চুপি চুপি নিবৃত্তে ।  
চলো হারায় এই সুখের পথে।
এখানে মুঠো মুঠো সুখ বিকায় দক্ষিণা বায়ু।
স্রোতের ধারা বয়ে লয়ে যায় অনাবিল আনন্দ।
চোখের লোনা জল মুছে ফেলেছি, 
নদীর জলে ফোটা ফোটা অশ্রু মিশে যায় । 
কেউ কখনো জানতে ও পারবে না, 
তুমি এসেছিলে গৌধুলী লগ্নে 
কিংবা প্রভাতে;
প্রবাহিত এই নদীর ধারায়। 
ভেজা পা নিয়ে ফিরে যেও সুখের স্বর্গে।
আমি ধূলি কণার মাঝে মিশে যাবো, 
মৃত্তিকার গভীরে।

( আহত স্মৃতি )

No comments:

Post a Comment