Tuesday, March 23, 2021

মহান তুমি
প্রখর তাপে দহন হচ্ছে ,বিশাল জন সমুদ্র ।
চাই চাই কল্ ধ্বনি , চাই চাই আরও চাই- 
     ইশ্বর বসছে আজ জনসম্মুখে !
          বন্ঠিত হবে সুখ -দুখ
হাসি -কান্না , অন্ন বস্ত্র বাসস্থান , রাজত্ব্য- বন্ঠিত
হবে ক্ষমতা , বন্ঠিত হবে বেদনার নীল আকাশ ।
রাজা এসেছে , মন্ত্রী এসেছে , সেনাপতি , উজির -
নাজির , পেয়াদা সেও এসেছে ! দাসী বাদী 
     চাকর - চাকরানী সবে এসেছে ।
গ্রাম থেকে গ্রাম , শহর থেকে শহর , তেপান্তরের মাঠ পেরিয়ে-
মানুষের ছুটোছুটি , আর একই ধ্বনি -
এটা চাই , সেটা চাই , ওটা চাই  ।
অনাহারী আহার চাই , বস্ত্রহীন বস্ত্র , জমিদার চাই 
সীমানা -
রাজা চাই রাজত্ব্য , সকলে চাই শুধু চাই ।
ক্যান্সারে আক্রান্ত , শরীরে পোক ধরা লোকটাও 
বাচতে চাই !
মানুষ শুধুই চাই আর চাই ।
সূর্যের ওমন দীপ্ত আলো , চাদের মায়া -
একে একে সব চেয়ে নিয়েছে মানুষ !
সুখ চেয়েছে , হাসি চেয়েছে , প্রেম চেয়েছে
অর্থ কড়ি চেয়েছে , বিলাস বহূল বাড়ি ।
ইশ্বর সব দিয়েছে, তবুও !
না পাওয়ার আক্রোশে  মানুষ !
"ইশ্বর কে অভিশাপ দেয় , তুই ভৎস্ব হ " 
মৃদু হেসে কিঞ্চিত নীল মেঘ হাতে ইশ্বর বলে
 কে আছিস ওরে ? এখনও যে কষ্টের মেঘ অবশিষ্ট আছে ।
মূহুর্তে বিশাল জনসমুদ্র শূন্য , নীরব ;
হরিণের দলে হিংস্র সিংহ হানা দিলে ,যেমন সব পালিয়ে যায় ।
ইশ্বর মৃদু হাসলো , একটু উপহাসের স্বরে -
কেউ নাই ,
জন শূন্য মাঠ , চিৎকার করে উঠলো ! 
এক ,পাগল কবি -
আমারে দে , আমারে দে , কষ্টের নীল আকাশ আমারে দলিল করে দে ।
ইশ্বর বড় আশ্চর্য হলো , 
সব দিয়েও ইশ্বর ধিক্কার পেলো !
শুধু একজন , যে জন কে ইশ্বর দিয়েছিলো
 কষ্টের নীল আকাশ ।
শুধু সেই বলেছিল ধন্য তুমি , মহান তুমি
 হে মোর ইশ্বর ।
সব পেয়েছি আমি , সব দিয়েছো তুমি -
না পাওয়ার এই ভূবনে ।।

No comments:

Post a Comment