Sunday, January 3, 2021

আমাকে এক পেয়ালা বিষ দে ,
নয়নের লোনা জলে আজ আমি তিক্ত ।
অনাহারে মরে শিশু , তবুও আমি রিক্ত ।
আমাকে বিদায় দে , আমার চোখের কোনে আজ কালো কালি জমেছে ।
তোদের ভন্ডামীতে । সব দেখেছি-
সব শালা শুয়রের জাত ।
ইতর লম্পট আর হায়েনার দল ।
শিশু কাঁদে অন্নের জ্বালাই ,
তোরা গদি দে গদি দে ফাল দিয়ে বেড়াস ।
কোথাও তো দেখিনাই অন্যায় এর বিরুদ্ধে রুখতে ।
হরতাল সমাবেশের নামে - অস্ত্র তুলে দিয়ে বেশ মজাই কাঁটছে
পোলাও বিরয়ানি খেয়ে । 
আজ নজরুলের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে মনে চাই
"ক্ষুধাতর শিশু চাই না সরাজ চাই না বস্ত্র
 চাই শুধু একটু ভাত আর একটু নুন "
দেখে দেখে আর ভালো লাগে না আমার
এখন বলতে মনে চাই ,
হয় স্বাধীনতা দে নাইতো এক পেয়ালা বিষ দে ।

No comments:

Post a Comment