Wednesday, January 20, 2021

*******কোন সে বিরহে*******

শুনছি সাগরের গর্জন এলে তুমি এখন উম্মাদ হয়ে যাও ,
বৈঠার আঘাতে ছলাৎছলাৎ শব্দে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠো ?
রাতের আধারে একাকী তুমি নিসঙ্গতার সুর বাধো !
শুনেছি তুমি গৌধূলী লগ্নে , চুল এলিয়ে কারও প্রতিক্ষায় পথ চেয়ে থাকো ?
নীরবতার চাদরে আড়াল করেছো নিজেকে ।।
শুনিছি বর্ষার বারিধারা গগন জুড়ে তোমার আঁখি জল ঝরে ।
কার দেওয়া মর্মাঘাতে তুমি বেদনার বিষে নীল হয়েছো ?
শুনেছি এখন নাকি আর দক্ষিনা বাতায়ন খুলে ,
ফুলের সুভাস নাও না !
ডায়েরীর ভাজে মর্মরে গোলাপের পাপড়ী বুকে চেপে-
অঝড়ে নাকি এখন নিয়ম করে কাঁদো ।।
শুধু শুনতে পারিনাই , কার দেওয়া আঘাতে -
কোন সে বিরহে ?
দুঃখের সাগরে বৈঠা ফেলে , একাকী ভাসো ।

No comments:

Post a Comment