Friday, January 15, 2021

বিরহতাপ

কবি,
শুল্ক পক্ষের এই রাত পাড়ি দিতে,
আরও কয়য়েকশ পেয়ালা
হেমলক সুধা পানের প্রয়োজন।
অন্যথাই এই রাত শেষ হবার না,
এ যে বিষাদের কালো রাত ।
তীব্র বিরহ বিচ্ছেদের বেদনা প্রয়োজন,
এখন ;
পূর্ণতা, যে জীবনের স্বাদ হতে পারে না।
যেমন, তেতুল মিষ্টি হলে, তৃপ্তি আসে না।
তেমন জীবনে বিচ্ছেদ না থাকলে, পূর্ণতা আসে না।
তাই তো বিশ্বরচিতা,"জীবন" নামক
উপন্যাসে, মৃত্যু নামক শব্দের ব্যবহার করেছেন।
অথচ জীবন এখন প্রেমে পরিপূর্ণ, 
বিচ্ছেদের আশাতে, প্রেম পরে মন।
আগের মতো কেনো? বিচ্ছেদ  কাঁদায় না!
তবে  মৃত্যুর যন্ত্রণা একবার?
তারপর,মৃত্যুর যন্ত্রণা আর ব্যথা দেয় না? 

কোথায়! হে কবি
এই'বার ভর করো
আমার হৃদয়ে। 
হেমলকের তীব্র নেশা যে চোখে লেগেছে
মস্তিষ্ক ভুলে গেছে সকল লেনাদেনা।  
সঠিক সময় এখন 
ভর করো,
ভর করো, 
হে প্রিয়, বিরহ কাতর কবি।
ভর করো ধরিত্রে সকল অপূর্ণতার বিরহ নিয়ে। 
বিরহের তাপে পাই যেন চির শান্তি। 

No comments:

Post a Comment