Wednesday, January 20, 2021

হায়রে স্বাধীনতা

খুলে দে আমার হাতের বাধন ,
বেঁজে উঁঠুক সিঙার বাঁশি ,
আমিও আজ একটু মৃত্যু খেলাতে হাসি ।
ক্ষুধার জ্বালা এই পেটে , তৃষ্ণা বড় বুকে ।
আতঙ্ক আমার চোখে মুখে ।
চারিদিকে একটি আহাজারি- 
একটু ভয় কে কাটিয়ে হাঁটতে চাই ।
এক চিমটি স্বাধীনতা চাই ।
বিবেক মরে গেছে , তাজা ফুল আজ
পথের ধারে রর্ক্তাত্ব হয়ে ঝরে গেছে ।
হায়রে বাংলাদেশ 71 এর রক্তের প্রতিদান দেওয়া কী হয়েছে শেষ ?
রক্তের স্রোতে ভেসে চলে রাজপথ ।
যখন বিশ্ব স্বপ্ন দেখে মঙ্গলগ্রহ জয়ের
তখন এই বাংলাদেশ দেখে দুঃস্বপ্নের আহাজারি ।
ভোর না হতেই হকারের উচ্চ ধ্বনি ।
পত্রিকার প্রথম লাইনে বড় করে
লেখা খুন হয়েছে খুন ।
এখন তো আর চায়ের কাপে আড্ডা
জমে না ।
চায়ের কাপ থেকে রক্তের ঘ্রাণ ভাসে।
কোথায় স্বাধীনতা ? ওলি-গলি,রাজ পথ-মেঠো পথ ,খাল বিল, নদ-নদী,
সব খুজেছি আমি সর্বত্র ।
হায় কোথাও পাই নি খুজে এতটুকু
স্বাধীনতা ।
রফিক আজাদের ন্যায় আজ বলতে
মনে চাই 
"ভাত দে হারমজাদা"
না হলে মানচিত্র খাব ।
হে রফিক আজাদ কোথায় তুমি ,
দেখে যাও আজ মানচিত্র খাওয়ার
সময় এসেছে ।
আসো বন্ধু সমস্ত ক্ষুর্ধাত বাঙ্গালী
আসো মানচিত্র কে ছিরে খুরে খেয়ে
ক্ষুধার জ্বালা শেষ করি ।
আর কত মার খাবে , তুমি ।
দেওয়ালে পিঠ কি এখন লাগেনি ?
এখন ও কী অপেক্ষার প্রহর পারি দাও ,
স্বাধীনতার আশাতে ।
স্বপ্ন দেখ তবে তুমি জেগে জেগে ।
ততসময় স্বপ্নের বাংলা চুরি করে
নিয়ে যাক ভিন দেশী এজেন্সী ।
তুমি হয়তো তখন ও বুকের রক্তে চেয়ে চেয়ে দেখবে আর দু-চোখের
জলে বলবে হায়রে স্বাধীনতা ।
গল্প শুনে গেলাম তোমার , চোখে দেখা হলো না ।

No comments:

Post a Comment