Sunday, January 3, 2021

ক্ষুর্ধাত হায়েনা জেগে উঠেছে ,
শ্মসান ঘাটে আজ অতৃপ্ত আত্মারা
অশূরের নৃত্যে মেতে উঠেছে ।
কোথায় আজ স্বাধীনতা ?
অসহায় জাতী আহাকার করে ।
মায়ের বুক শূন্য হচ্ছে , রক্তের বানে আজ রাজধানী ভাসচ্ছে ।
নরখাদকের দল সব গনতন্ত্রের নামে
মানুষের রক্ত চুষে খাচ্ছে ।
এ কেমন স্বাধীনতা মা তোর 
এ কোন গনতন্ত্র ?
আমি মানিনা আওয়ামীলীগ
আমি মানিনা বিএনপি
আমি একটু স্বাধীনতা চাই ।
অতল সাগর থেকে এক কাপ-
জল নিলে যেমন সাগর জানতেও
পারে না , 
আমাকে অতটুকু ও স্বাধীনতা দিতে পারলি না , 
হায়রে অভাগা দেশমাতা !
হায়েনার হাতে সপে নিজেকে-
দেখছিস চেয়ে চেয়ে , সন্তানের রক্ত
 হায়েনারা  চুষে খাই কী করে ?
সন্তান তোর মা মা করে -
রাজপথে মৃত্যুর কোলে আছরে পরে ।

No comments:

Post a Comment